
আব্দুর রউফ দুদু গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধিঃ-
প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের ঘোষিত ৩দফা দাবীতে চলমান আন্দোলনের কারণে ময়মনসিংহের গৌরীপুরে বৃহস্পতিবার (৪ ডিসেম্বর /২৫) প্রাথমিক বিদ্যালয়ে ৩য় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মো. সাজ্জাদ হোসেন তালুকদার জানান, উপজেলার ১৭৭টি বিদ্যালয়েই পরীক্ষায় অনুষ্ঠিত হয়েছে। প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকগণ প্রত্যক্ষভাবে সহযোগিতা করেন নাই। তবে পরোক্ষভাবে সহযোগিতা করেন।
সরজমিনে গৌরীপুর পৌর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দেখা যায়, বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম মাজহারুল আনোয়ার ফেরদৌস একাই দুটি কক্ষে পরীক্ষা নিচ্ছেন। এ সময় ৩জন অভিভাবকের সহযোগিতা নেন তিনি। এ বিদ্যালয়ের ২৮৬জনের পরীক্ষা নেন প্রধান শিক্ষক। তিনি বলেন, উপস্থিতি ৯৫শতাংশ। পরীক্ষা নিয়েছি। তবে এ সমস্যার দ্রুত সমাধান প্রয়োজন। অভিভাবক আফরোজা সিদ্দিক জানান, পরীক্ষা হলেই শেষ নয়, খাতা মূল্যায়ন, রেজাল্টশীট তৈরিসহ অন্যান্য কাজ রয়েছে। তাই সহকারী শিক্ষকগণের এ দাবি দ্রুত মেনে নেয়ার দাবি জানাচ্ছি। জাগরনী পৌর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) সুফিয়া খানম জানান, বিদ্যালয়ের দপ্তরী কাম নৈশপ্রহরী সাইদুল ইসলামের সহযোগিতায় দুই শিফটে ২৮০জন শিক্ষার্থী পরীক্ষা নেয়া হয়েচে। সহকারী শিক্ষকগণ কর্মবিরতী পালন করছেন।
© All rights reserved © 2023
Leave a Reply