
আব্দুর রউফ দুদু গৌরীপুর ময়মনসিংহ প্রতিনিধিঃ-
ময়মনসিংহের গৌরীপুরে নন্দিত কথাসাহিত্যক হুমায়ূন আহমেদের নামে ক্যান্সার হাসপাতাল প্রতিষ্ঠার দাবি জানিয়েছেন ভক্তরা।
বৃহস্পতিবার ভক্তদের সংগঠন ‘হুমায়ূন আহমেদ স্মৃতি পরিষদ’ গৌরীপুর পৌর শহরের হাতেম আলী রোডে এই কর্মসূচি পালন করে এ দাবি জানায়।
মানববন্ধনে বক্তারা বলেন, নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের স্বপ্ন ছিল দেশে একটি আধুনিক ক্যান্সার হাসপাতাল প্রতিষ্ঠার। কিন্তু তার মৃত্যুর পর সে স্বপ্ন চাপা পড়ে যায়। তাই লেখকের স্বপ্ন পূরণে গৌরীপুরে সরকারি উদ্যোগে ক্যান্সার হাসপাতাল প্রতিষ্ঠার দাবি জানাচ্ছি।
মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য দেন ভুটিয়ারকোনা আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ গোলাম মোহাম্মদ, বাংলাদেশ মানবাধিকার কমিশন গৌরীপুর শাখার সাধারণ সম্পাদক মো. রইছ উদ্দিন, প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব, অর্থ সম্পাদক শামীম খান, হুমায়ুন আহমেদ স্মৃতি পরিষদের সদস্য ওবায়দুর রহমান, আব্দুর রউফ দুদু, সাংবাদিক মোস্তাফিজুর রহমান বোরহান, হলি সিয়াম শ্রাবণ, হারুন পাঠাগারের পরিচালক মো. হারুন মিয়া, শেখ মো. সৌরভ প্রমুখ।
© All rights reserved © 2023
Leave a Reply