
হুমায়ুন রশিদ জুয়েল স্টাফ রিপোর্টার
অষ্টগ্রামে আদালতের জারি করা ১৪৪ ধারার নিষেধাজ্ঞা অমান্য করে পৈতৃক সম্পত্তি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকির অভিযোগ করেছেন মধ্য অষ্টগ্রাম জমাদারপাড়ার বাসিন্দা মোঃ মোস্তাক শেখ। অষ্টগ্রামে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ তুলে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মোস্তাক শেখ জানান, তার পিতা মৃত রমজান শেখের ওয়ারিশ হিসেবে আর.এস ১৪৬ ও ১৪৭ খতিয়ানের এস.এ দাগ নং ১১০৭, ১১০৮ ও ১১০৯-এর মোট ৫৫ শতাংশ জমির বৈধ মালিক তারা। বহু বছর ধরে ওই জমিতে তারা বসতবাড়ি নির্মাণ, গাছপালা রোপণ ও ভোগদখল করছেন। কিন্তু একই এলাকার আনন্দ মিয়া (পিতা মৃত রঙ্গু মিয়া) ও তার সহযোগীরা উক্ত জমি দখলের পাঁয়তারা চালিয়ে আসছে।
তিনি আরও বলেন, এ নিয়ে ২০০৭ সালে বাজিতপুর আদালতে মামলা দায়ের করেন তিনি, যা বর্তমানে কিশোরগঞ্জ জেলা জজ আদালতে বিচারাধীন। এ অবস্থায় সম্প্রতি বিবাদীরা জোরপূর্বক জমিতে ভবন নির্মাণ শুরু করলে তিনি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন। আদালত ২২ সেপ্টেম্বর ২০২৫ তারিখে উক্ত জায়গায় ১৪৪/১৪৫ ধারায় নিষেধাজ্ঞা জারি করেন। এর পরদিন ২৩ সেপ্টেম্বর অষ্টগ্রাম থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিবাদীদের নির্মাণ কাজ বন্ধ করার নির্দেশ দেয়।
তবে মোস্তাক শেখের অভিযোগ, আদালতের নির্দেশ অমান্য করে আনন্দ মিয়া গং দলবল নিয়ে পুনরায় অবৈধভাবে নির্মাণকাজ চালু করে। বাধা দিতে গেলে তারা লাঠি, লোহার রড, কিরিচসহ দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর চড়াও হয় এবং প্রাণনাশের হুমকি দেয়। তাদের হুমকি—“বেশি বাড়াবাড়ি করলে খুন করে লাশ গুম করে বস্তায় ভরে নদীতে ভাসিয়ে দেব।” এতে তিনি ও তার পরিবার মারাত্মক নিরাপত্তাহীনতায় রয়েছেন বলে জানান।
তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, উক্ত জমি নিয়ে যেকোনো সময় খুনোখুনি সংঘটিত হতে পারে। তাই তার ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা, আদালতের নিষেধাজ্ঞা কার্যকর করা এবং অবৈধ দখলকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা জরুরি।
সংবাদ সম্মেলনে মোস্তাক শেখ প্রশাসনের প্রতি অবিলম্বে কার্যকর উদ্যোগ নেওয়ার জোর দাবি জানান। একই সঙ্গে তিনি সাংবাদিকদের মাধ্যমে এ বিষয়ে জনমত তৈরি করে দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করার আহ্বান জানান।
এবিষয়ে মোঃ আনন্দ মিয়া গং এর একজন মোঃ জাবেদ মিয়ার কাছে জানতে চাইলে তিনি বলেন, আমরা আমাদের যায়গায় নির্মাণ কাজ করছি। আমাদের সকল কাগজপত্র আছে। তার দাবি সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট। তারা কাগজ দেখাতে পারলে আমরা যায়গা ছেড়ে দিব।
© All rights reserved © 2023
Leave a Reply