
আব্দুল লতিফ সরকার,লালমনিরহাট প্রতিনিধিঃ
লালমনিরহাটের আদিতমারী উপজেলায় বাজারে প্রকাশ্যে গাঁজা বিক্রির অভিযোগে আব্দুল হান্নান (৪৫) নামের এক ব্যক্তিকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার (১৭ নভেম্বর) দুপুরে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আজিজা বেগম এই দণ্ড প্রদান করেন।
দণ্ডপ্রাপ্ত আব্দুল হান্নান উপজেলার সারপুকুর ইউনিয়নের সরলখা এলাকার মৃত নবীর হোসেনের ছেলে এবং তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে বলে জানা গেছে।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার দুপুরে ভাদাই ইউনিয়নের সেতু বাজার এলাকায় প্রকাশ্যে গাঁজা বিক্রি করছেন—এমন সংবাদের ভিত্তিতে আদিতমারী থানার উপপরিদর্শক (এসআই) রেজাউল করিমের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। এ সময় আব্দুল হান্নানকে ২৫ পুরিয়া গাঁজাসহ আটক করে ভ্রাম্যমাণ আদালতের সামনে হাজির করা হয়। আদালতে তিনি নিজের দোষ স্বীকার করলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আকবর বলেন, “দণ্ডপ্রাপ্ত গাঁজা ব্যবসায়ীকে বিকেলে লালমনিরহাট জেলা কারাগারে পাঠানো হয়েছে।
© All rights reserved © 2023
Leave a Reply