1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
পটুয়াখালীর দুমকিতে ফেয়ার ইউনাইটেড গ্রুপের সহস্রাধিক গরীব পরিবারের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ  - Stbanglatv.com
মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ০৬:১৯ অপরাহ্ন

পটুয়াখালীর দুমকিতে ফেয়ার ইউনাইটেড গ্রুপের সহস্রাধিক গরীব পরিবারের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ 

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫
  • ৩৬ Time View

 

জাহিদুল ইসলাম, জেলা প্রতিনিধি পটুয়াখালীঃ প্রতি বছরের ন্যায় ঈদ আনন্দ ভাগাভাগি করে নিতে ফেয়ার ইউনাইটেড গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মাসুদ আল মামুন বাবু’র উদ্যোগে পটুয়াখালীর দুমকিতে সহাস্রাধিক গরীব ও অসহায় পরিবারের মধ্যে ঈদ উপহার বিতরণ করা হয়।

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এসব খাদ্য সামগ্রী হাতে পেয়ে উচ্ছ্বাসিত ছিল হতদরিদ্র পরিবারের সদস্যগণ।

বৃহস্পতিবার (১৩ মার্চ) সকাল ১০টায় উপজেলার দুমকি নতুন বাজারস্হ আল মামুন সুপার মার্কেট চত্বরে এ উপহার সামগ্রী বিতরণ করা হয়। প্রতিটি পরিবারকে চাল, মুসুরি ডাল, তৈল, আলু, পিঁয়াজ, সেমাই, দুধ, চিনি, খেজুর ও সাবান প্রদান করা হয়। এছাড়াও পরে আরো তিন শতাধিক দরিদ্র পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন দুমকি আপতুন নেসা খাতুন মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক সিনিয়র শিক্ষক মমতাজ উদ্দিন খান, বিশিষ্ট সমাজ সেবক মোঃ এছহাক আলী সরদার, দুমকি উপজেলা যুবদলের আহবায়ক জসিম উদ্দিন হাওলাদার, দুমকি নতুন বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোঃ সহিদুল ইসলাম সহিদ সরদার ও জাহিদুল ইসলাম খান প্রমুখ।

দুমকি উপজেলা যুবদলের আহবায়ক জসিম উদ্দিন হাওলাদার বলেন, সমাজে এধরনের কার্যক্রম অত্যন্ত প্রশংসনীয়। প্রতি বছরের ন্যায় দুই ঈদেই দুঃস্থ মানুষের মুখে হাসি ফুটানোর লক্ষ্যে ও ঈদে বাড়তি আনন্দ দিতে এমন ঈদ উপহার বিতরণ করে আসছে ইউনাইটেড ফেয়ার গ্রুপ যা একটি মহৎ উদ্যোগ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি