
স্টাফ রিপোর্টারঃ
বিএনপি চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে নওগাঁর সাপাহার উপজেলাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।
শোক প্রকাশে বুধবার (৩১ ডিসেম্বর) সকাল থেকে সাপাহার উপজেলা সদরের বিভিন্ন মার্কেট, ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রাখা হয়। এতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন সাধারণ ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
এদিন বিকেল সাড়ে ৪টায় মরহুমা বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা সাপাহার উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। এ ছাড়াও উপজেলার সকল ইউনিয়নে পৃথকভাবে অনুষ্ঠিত জানাজা নামাজে দলমত নির্বিশেষে সর্বস্তরের মুসল্লিরা অংশগ্রহণ করেন।
জানাজা চলাকালে আবেগাপ্লুত হয়ে পড়েন অনেক নেতা-কর্মী ও সাধারণ মানুষ। নামাজ শেষে মুসল্লিরা দু’হাত তুলে মরহুমার আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করেন।
© All rights reserved © 2023
Leave a Reply