
আব্দুর রউফ ভুঁইয়া, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি
কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ এক নারীকে আটক করেছে যৌথবাহিনী।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকালে গোপন সংবাদের ভিত্তিতে করিমগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, মোঃ আল-আমিন এর নেতৃত্বে উপজেলার বৌলাই এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, কিশোরগঞ্জ, বাংলাদেশ সেনাবাহিনী (করিমগঞ্জ ক্যাম্প) এবং করিমগঞ্জ থানা পুলিশ এর সমন্বয়ে কিশোরগঞ্জ টু করিমগঞ্জ সড়কস্থ শেখ ইদ্রিস মেমোরিয়াল হোসাইনিয়া মাদ্রাসার সামনে পাঁকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে সন্দেহভাজন এক নারীকে তল্লাশি করে তার বহনকৃত ব্যাগ থেকে ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থল থেকেই তাকে আটক করা হয়।
আটককৃত নারীর নাম আমেনা খাতুন (৩০)। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার আড়াইবাড়ী উত্তর গ্রামের রুহুল আমিনের স্ত্রী।
বিষয়টির সত্যতা নিশ্চিত করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কিশোরগঞ্জ জেলার ভারপ্রাপ্ত সহকারী পরিচালক মোঃ এনায়েত হোসেন সংবাদ মাধ্যমকে জানান এ বিষয়ে আটকৃত মহিলার বিরুদ্ধেমাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিদর্শক মো: ওবায়দুল্লাহ খান বাদী হয়ে সংশ্লিষ্ট ধারায় করিমগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন। তিনি আরো জানান মাদক নির্মূলে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে।
© All rights reserved © 2023
Leave a Reply