
পোরশা (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর পোরশা উপজেলায় অবৈধভাবে পরিচালিত সাতটি ইটভাটা ভেঙে দিয়েছে পরিবেশ অধিদপ্তর। একই সঙ্গে পরিবেশ আইন লঙ্ঘনের দায়ে এসব ইটভাটা থেকে মোট ২৯ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
মঙ্গলবার (বিকেলে) পরিবেশ অধিদপ্তর নওগাঁ জেলা কার্যালয়ের উদ্যোগে এবং রাজশাহী বিভাগীয় কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজ প্রিয়াংকা দাসের নেতৃত্বে উপজেলার নিতপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে এক্সকাভেটর ব্যবহার করে ইটভাটাগুলোর স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়।
পরিবেশগত ছাড়পত্র ও ইট পোড়ানোর লাইসেন্স ছাড়াই ইটভাটা পরিচালনার অপরাধে মোবাইল কোর্টের মাধ্যমে—
মেসার্স ওএমএস ব্রিকসকে ৪ লাখ টাকা
মেসার্স পিএনভি ব্রিকসকে ৩ লাখ টাকা
মেসার্স বিসমিল্লাহ ব্রিকসকে ৫ লাখ টাকা
মেসার্স এনএসবি ব্রিকসকে ৩ লাখ টাকা
মেসার্স এমআরএসএ ব্রিকসকে ৫ লাখ টাকা
মেসার্স কেজেকে ব্রিকসকে ৫ লাখ টাকা
মেসার্স কেইবিসি ব্রিকসকে ৪ লাখ টাকা
জরিমানা করা হয়।
এছাড়াও সবগুলো ইটভাটার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং ফায়ার সার্ভিসের সহায়তায় চুল্লিতে পানি দিয়ে আগুন নিভিয়ে কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়।
অভিযানকালে প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নাজমুল হোসাইন।
© All rights reserved © 2023
Leave a Reply