
মোহাম্মদ করিম লামা- আলীকদম প্রতিনিধি
বান্দরবান জেলার লামা উপজেলার সরই ইউনিয়নের ছুইট্টার ঝিরি হইতে ডিগ্রি খোলা পর্যন্ত বিস্তৃত সড়কটি আজ আর কেবল একটি যোগাযোগ মাধ্যম নয় এটি যেন এলাকাবাসীর দুঃখ, আতঙ্ক ও অবহেলার নীরব সাক্ষী। দীর্ঘদিন ধরে চরম অবহেলা ও অযত্নে পড়ে থাকা এই সড়কটির করুণ দশা প্রতিদিন নতুন করে প্রশ্ন তোলে আমাদের উন্নয়ন ভাবনার প্রতি।
এই সড়ক দিয়ে যাতায়াত করেন স্কুলগামী শিশু, অসুস্থ রোগী, কৃষক, শ্রমজীবী মানুষ ও অন্তঃসত্ত্বা নারী। অথচ সংস্কারের অভাবে রাস্তাটি আজ মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে। গত বর্ষা মৌসুমে মেরামতের নামে অপরিকল্পিতভাবে পাহাড় কেটে রাস্তা প্রশস্ত করার চেষ্টা করা হলে প্রকৃতি যেন তার নির্মম প্রতিশোধ নেয়। টানা বর্ষণে পাহাড়ের পাশের অংশ ধসে পড়ে, মুহূর্তেই সড়কের একাধিক স্থান বিলীন হয়ে যায়। সেই থেকে শুরু হয় মানুষের সীমাহীন ভোগান্তি।
ধসে পড়া রাস্তা দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করতে গিয়ে প্রতিদিন কেউ না কেউ আহত হচ্ছে। যানবাহন চলাচল প্রায় বন্ধ। বর্ষার পানিতে কাদায় একাকার রাস্তা পেরোতে গিয়ে অনেক সময় শিশুদের কাঁধে করে পার হতে হচ্ছে অভিভাবকদের। অসুস্থ রোগীকে হাসপাতালে নিতে গিয়ে মাঝপথেই থমকে যেতে হচ্ছে বাহন।
এর ওপর যোগ হয়েছে আরেক বিভীষিকা বন্য হাতির তাণ্ডব। এই সড়কটি হাতির চলাচলের পথ হওয়ায় দিন কিংবা রাত যেকোনো সময় হাতির মুখোমুখি হওয়ার শঙ্কা নিয়েই মানুষকে পথে নামতে হয়। বিশেষ করে সন্ধ্যার পর এই রাস্তা দিয়ে চলাচল যেন সরাসরি মৃত্যুকে আহ্বান করার নামান্তর। অনেক সময় মানুষ হাতির ভয়ে রাস্তার পাশে ঘণ্টার পর ঘণ্টা আশ্রয় নিয়ে বসে থাকে। শিশু ও নারীদের চোখে তখন কেবল আতঙ্ক আর অসহায়ত্ব।
এই চরম সংকটের মধ্যেও প্রশাসনের কার্যকর কোনো সহায়তা না পেয়ে স্থানীয় জনগণ নিজেরাই এগিয়ে এসেছে। জীবন বাঁচানোর তাগিদে, চলাচলের ন্যূনতম পথটুকু সচল রাখতে তারা স্বেচ্ছাশ্রমে ধসে পড়া পাহাড়ের মাটি সরাচ্ছে। কোনো উন্নয়ন প্রকল্প নয়, কোনো ব্যক্তিস্বার্থ নয়—শুধু বাঁচার তাগিদেই তাদের এই প্রয়াস।
কিন্তু দুঃখজনক হলেও সত্য, একটি কুচক্রি মহল এই মানবিক উদ্যোগকে ভিন্ন খাতে প্রবাহিত করার অপচেষ্টা চালাচ্ছে। স্থানীয়দের অভিযোগ, ধসে পড়া মাটি সরানোর ঘটনাকে অবৈধ কর্মকাণ্ড হিসেবে চিহ্নিত করে পরিবেশ আইনে মামলা দেওয়ার ভয় দেখানো হচ্ছে। এতে করে আতঙ্কিত হয়ে পড়েছেন সাধারণ মানুষ। যারা নিজেরাই রাষ্ট্রের ব্যর্থতার বোঝা কাঁধে তুলে নিয়েছেন, তারাই আজ অপরাধীর তকমা পাওয়ার শঙ্কায়।
এলাকাবাসীর প্রশ্ন জীবন বাঁচাতে রাস্তা সচল রাখার চেষ্টা কি অপরাধ? রাষ্ট্রের দায়িত্ব যেখানে শেষ, সেখানে কি সাধারণ মানুষের মানবিক উদ্যোগও বন্ধ করে দেওয়া হবে?
এমতাবস্থায়, লামা উপজেলার সরই ইউনিয়নের ভুক্তভোগী জনসাধারণ ছুইট্টার ঝিরি–ডিগ্রি খোলা সড়কটির দ্রুত, টেকসই ও নিরাপদ সংস্কারের জন্য বান্দরবান জেলা পরিষদের চেয়ারম্যানের আশু ও কার্যকর হস্তক্ষেপ কামনা করেছেন। তাদের একটাই দাবি এই সড়ক যেন আর অবহেলার প্রতীক না হয়ে ওঠে, যেন আর কোনো প্রাণ ঝরে না পড়ে উন্নয়নের অভাবে।
পাহাড়ি জনপদের এই নীরব আর্তনাদ কি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কানে পৌঁছাবে? নাকি অবহেলার ভারে চাপা পড়ে থাকবে মানুষের জীবন মরণ প্রশ্ন?
© All rights reserved © 2023
Leave a Reply