1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
মানারুশ শারক্ব মাদরাসার প্রাক্তন ছাত্র-শিক্ষক পুনর্মিলনী অনুষ্ঠিত - Stbanglatv.com
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন

মানারুশ শারক্ব মাদরাসার প্রাক্তন ছাত্র-শিক্ষক পুনর্মিলনী অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০২৬
  • ৯৬ Time View

 

জাকিয়া বেগম,বিশেষ প্রতিনিধি

স্মৃতি, সম্পর্ক ও আদর্শের বন্ধন সময় পেরিয়ে গভীর হয়। সেই বন্ধনের প্রাণবন্ত প্রকাশ ঘটে যখন কোনো শিক্ষা প্রতিষ্ঠানের প্রাক্তন ছাত্র-শিক্ষকরা আবার একত্র হন একই ছাদের নিচে। এমন মিলনমেলায় অতীতের স্মৃতি যেমন ফিরে আসে, তেমনি ভবিষ্যতের পথচলার দিকনির্দেশনাও স্পষ্ট হয়। সেই আবহেই রাজধানীর উত্তরার ডিয়াবাড়িতে অবস্থিত মানারুশ শারক্ব মাদরাসার প্রাক্তন ছাত্র ও শিক্ষকদের অংশগ্রহণে গত ৩ জানুয়ারি (শনিবার) অনুষ্ঠিত হয়েছে জাঁকজমকপূর্ণ পুনর্মিলনী ও আন্তর্জাতিক সেমিনার।

 

মাদরাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল ও আন্তর্জাতিক ইসলামিক স্কলার মাওলানা শারাফাতুল্লাহ নদভীর সভাপতিত্বে জাঁকজমকপূর্ণ এই অনুষ্ঠান আয়োজিত হয়।

 

অনুষ্ঠানটি দুটি পর্বে বিভক্ত ছিল। প্রথম পর্বে অনুষ্ঠিত হয় ‘দাওয়াতের ক্ষেত্রে আধুনিক তথ্য-প্রযুক্তির ভূমিকা’ শীর্ষক আন্তর্জাতিক সেমিনার। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাহাফ গার্ডের কো-ফাউন্ডার ও সিইও মো. নিজাম উদ্দিন। মূল প্রেজেন্টেশন উপস্থাপন করেন কাহাফ গার্ডের কো-ফাউন্ডার ও সিটিও ওমর আল জাবের।

 

এছাড়াও সেমিনারে উপস্থিত ছিলেন, দারুল আরকামের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মাওলানা সানাউল্লাহ আজহারী, আব্দুর রহিম আজহারী, মাওলানা আরিফ আজহারী, মাওলানা বেলাল নদভী প্রমুখ। সেমিনার শেষে মাদরাসার প্রাক্তন কৃতী শিক্ষার্থীরা তাদের স্মৃতিচারণ ও অনুভূতি ব্যক্ত করেন।

 

দ্বিতীয় পর্বে আশুলিয়ার রুস্তমপুরে অবস্থিত মাওলানা শারাফাতুল্লাহ নদভী শিক্ষা কমপ্লেক্সে আগত অতিথি ও প্রাক্তন শিক্ষার্থীদের সম্মানে প্রীতিভোজের আয়োজন করা হয়। এ সময় অতিথি ও শিক্ষার্থীদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়, যা পুনর্মিলনীর আনন্দকে আরও বাড়িয়ে দেয়।

 

সমাপনী বক্তব্যে আন্তর্জাতিক ইসলামিক স্কলার মাওলানা শারাফাতুল্লাহ নদভী তার ভবিষ্যৎ শিক্ষাবিষয়ক পরিকল্পনা তুলে ধরেন এবং দেশের শিক্ষা ব্যবস্থায় একটি নতুন দিগন্ত উন্মোচনের লক্ষ্যে সকলের নিকট দোয়া কামনা করেন।

 

পুরো অনুষ্ঠানটি সুশৃঙ্খল ও সুন্দরভাবে সঞ্চালনা করেন মানারুশ শারক্ব মাদরাসার ভারপ্রাপ্ত প্রিন্সিপাল মুফতি রুহুল আমিন নোমানী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি