
শেখ সাদী সুমন | ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফেরদৌস আরা আর নেই। বুধবার সকাল ৭টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
পারিবারিক ও প্রশাসনিক সূত্র জানায়, তিনি ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে নিবিড় পর্যবেক্ষণে থাকাকালীন আজ সকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
ফেরদৌস আরা একজন দক্ষ, সৎ ও জনবান্ধব প্রশাসনিক কর্মকর্তা হিসেবে পরিচিত ছিলেন। বাঞ্ছারামপুরে দায়িত্ব পালনকালে তিনি উন্নয়নমূলক কর্মকাণ্ড ও জনসেবামূলক উদ্যোগে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তাঁর আকস্মিক মৃত্যুতে স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি এবং সাধারণ মানুষের মাঝে গভীর শোকের আবহ বিরাজ করছে।
তাঁর মৃত্যুতে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা গভীর শোক প্রকাশ করে মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
মরহুমার জানাজা ও দাফন সংক্রান্ত বিস্তারিত তথ্য পরবর্তীতে পারিবারিক সূত্র থেকে জানানো হবে বলে জানা গেছে।
© All rights reserved © 2023
Leave a Reply