1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
৩০ বছরেও ভোলেনি হিলি ট্রেন ট্র্যাজেডি: রেল ইতিহাসের এক রক্তাক্ত অধ্যায় - Stbanglatv.com
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন

৩০ বছরেও ভোলেনি হিলি ট্রেন ট্র্যাজেডি: রেল ইতিহাসের এক রক্তাক্ত অধ্যায়

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬
  • ৬৩ Time View

 

আশরাফুল আলম দিনাজপুর প্রতিনিধি

আজ ১৩ জানুয়ারি—হিলি ট্রেন ট্র্যাজেডি দিবস। ঠিক ৩০ বছর আগে, ১৯৯৫ সালের এই দিনে দিনাজপুরের হিলি রেলস্টেশনে ঘটে যায় দেশের রেল ইতিহাসের অন্যতম ভয়াবহ ও রক্তক্ষয়ী দুর্ঘটনা। দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষে মুহূর্তেই প্রাণ হারান অর্ধশতাধিক যাত্রী। গুরুতর আহত এটাহয়ে পঙ্গুত্ব বরণ করেন শত শত মানুষ।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার পর চারদিকে ছড়িয়ে পড়ে আর্তনাদ ও হাহাকার। ধ্বংসস্তূপে পরিণত হয় বগিগুলো। উদ্ধারকাজ চালাতে গিয়ে স্থানীয় মানুষ ও স্বেচ্ছাসেবীরা চরম মানবিক সংকটের মুখে পড়েন। সে সময় পর্যাপ্ত চিকিৎসা ও উদ্ধার সরঞ্জামের অভাবে অনেক আহত যাত্রীকে বাঁচানো সম্ভব হয়নি।

দুর্ঘটনার তিন দশক পেরিয়ে গেলেও নিহতদের পরিবার ও হিলিবাসীর হৃদয়ে সেই রাতের স্মৃতি আজও দগদগে ক্ষতের মতো রয়ে গেছে। প্রতিবছর এই দিনে নিহতদের স্মরণে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে থাকে।

হিলি ট্রেন ট্র্যাজেডি শুধু একটি দুর্ঘটনা নয়, এটি দেশের রেল ব্যবস্থাপনার দুর্বলতার এক নির্মম স্মারক। আজও এই দিনটি নিরাপদ ও দায়িত্বশীল রেল চলাচলের গুরুত্ব নতুন করে মনে করিয়ে দেয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি