
আব্দুর রউফ ভুঁইয়া, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি।
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় ব্যাটারিচালিত অটোরিকশার চাপায় হোসেন (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় অটোরিকশা চালকও গুরুতর আহত হয়েছেন।
বুধবার (৭ জানুয়ারি) বিকেলে উপজেলার করগাঁও ইউনিয়নের দক্ষিণ পাঁচলীপাড়া নগরহাটি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত হোসেন কটিয়াদী উপজেলার বনগ্রাম এলাকার মো. মনির মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, হোসেন দুপুরে তার মায়ের সঙ্গে করগাঁও এলাকায় নানাবাড়িতে বেড়াতে আসে। বিকালে নানাবাড়ির অন্যান্য শিশুদের সঙ্গে খেলাধুলার সময় সে বাড়ির পাশে করগাঁও টু গচিহাটা রাস্তার ধারে অবস্থান করছিল। এ সময় গচিহাটা থেকে করগাঁওগামী একটি ব্যাটারিচালিত অটোরিকশা দক্ষিণ পাঁচলীপাড়া এলাকায় পৌঁছালে শিশুদের একটি দল রাস্তা পার হতে গিয়ে ছোটাছুটি শুরু করে। শিশুদের বাঁচাতে গিয়ে অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা হোসেনকে চাপা দেয়। এতে হোসেন ও অটোরিকশা চালক গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে শিশুটির মৃত্যু হয়। আহত অটোরিকশা চালকের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।
এ বিষয়ে বাট্টা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ শরীফুল ইসলাম জানান, দুর্ঘটনার খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
© All rights reserved © 2023
Leave a Reply