
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি শেখ সাদী সুমন।
ব্রাহ্মণবাড়িয়ায় গ্যাস বিতরণ ব্যবস্থা ও গ্রাহক সেবা নিয়ে আয়োজিত এক গণশুনানিতে বাখরাবাদ গ্যাসকে পুনরায় ‘তিতাস’ নামে নামকরণের জোরালো দাবি উঠেছে। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে জেলা শহরের সুর সম্রাট আলাউদ্দিন খাঁ সঙ্গীতাঙ্গন মিলনায়তনে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড (বিজিডিসিএল) এই গণশুনানির আয়োজন করে।
অনুষ্ঠানের প্রেক্ষাপট ও দাবিদাওয়:
জেলা প্রশাসক শারমিন আক্তার জাহানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই শুনানিতে স্থানীয় সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সাধারণ গ্রাহকরা অংশ নেন। শুনানিতে বক্তারা অভিযোগ করেন, ব্রাহ্মণবাড়িয়ায় দেশের সবচেয়ে বড় গ্যাসফিল্ড তিতাস অবস্থিত হওয়া সত্ত্বেও স্থানীয় গ্রাহকরা ন্যায্য সেবা ও পর্যাপ্ত গ্যাস সরবরাহ থেকে বঞ্চিত হচ্ছেন। তারা বলেন, ঐতিহ্যের ধারাবাহিকতায় ব্রাহ্মণবাড়িয়ার এই গ্যাস ডিস্ট্রিবিউশন ব্যবস্থাকে পুনরায় ‘তিতাস’ নামে নামকরণ করা গ্রাহকদের প্রাণের দাবি।
বক্তারা আরও অভিযোগ করেন, অনেক গ্রাহক ডিমান্ড নোটের টাকা জমা দিয়েও দীর্ঘদিন ধরে সংযোগ পাচ্ছেন না। এছাড়া অবৈধ সংযোগ ও চোরাই গ্যাস সরবরাহ বন্ধে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করেন তারা।
কর্তৃপক্ষের ঘোষণা ও সিদ্ধান্ত:
শুনানিতে বিজিডিসিএল কর্মকর্তাদের পক্ষ থেকে জেলার গ্যাস সংকট নিরসনে আশ্বস্ত করা হয়। জানানো হয় যে, জেলায় অতিরিক্ত ২ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ বৃদ্ধি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে গ্যাস অপচয় রোধ এবং পাইপলাইনের লিকেজ মেরামতের স্বার্থে প্রতিদিন রাত ১২টা থেকে ভোর ৬টা পর্যন্ত গ্যাস সরবরাহ সাময়িকভাবে বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে।
উপস্থিত ব্যক্তিবর্গ:
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান। বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার এবং বিজিডিসিএলের ব্যবস্থাপনা পরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
গণশুনানিতে অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন যে, এই ঘোষণার ফলে দীর্ঘদিনের গ্যাস সংকটের কিছুটা উপশম হবে এবং নামকরণের বিষয়টি কর্তৃপক্ষ গুরুত্বের সাথে বিবেচনা করবে।
© All rights reserved © 2023
Leave a Reply