1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
পবিপ্রবিতে দু'দিন ব্যাপী স্মার্ট বাজেটিং অ্যান্ড ফিন্যান্সিয়াল কমপ্লায়েন্স প্রশিক্ষণ অনুষ্ঠিত। - Stbanglatv.com
মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩৪ অপরাহ্ন

পবিপ্রবিতে দু’দিন ব্যাপী স্মার্ট বাজেটিং অ্যান্ড ফিন্যান্সিয়াল কমপ্লায়েন্স প্রশিক্ষণ অনুষ্ঠিত।

Reporter Name
  • Update Time : শনিবার, ২৩ আগস্ট, ২০২৫
  • ৪১ Time View

 

জেলা প্রতিনিধি পটুয়াখালীঃ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) দুই দিনব্যাপী “Smart Budgeting and Financial Compliance” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে। বিশ্ববিদ্যালয়ের কোয়ালিটি অ্যাশিউরেন্স সেল (আইকিউএসি) আয়োজিত এ কর্মশালা শুক্রবার (২২ আগস্ট) শুরু হয়ে শনিবার (২৩ আগস্ট) বিকেলে শেষ হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এস.এম. হেমায়েত জাহান এবং কোষাধ্যক্ষ অধ্যাপক মোঃ আবদুল লতিফ।

প্রশিক্ষণের প্রধান অতিথি উপাচার্য বিশিস্ট শিক্ষাবিদ ও গবেষক অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম বলেন, “উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে প্রশাসনিক ও আর্থিক স্বচ্ছতা নিশ্চিত করতে স্মার্ট বাজেটিং যুগোপযোগী পদক্ষেপ। স্মার্ট বাংলাদেশের স্মার্ট পবিপ্রবি গড়তে স্বচ্ছ আর্থিক ব্যবস্থাপনা ও জবাবদিহিতা অপরিহার্য। বিশ্ববিদ্যালয়ের আর্থিক খাত যত বেশি সুশৃঙ্খল ও স্মার্ট হবে, আমরা তত বেশি উন্নত সেবা ও মানসম্মত শিক্ষা দিতে সক্ষম হবো।”

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মো. আব্দুল মাসুদ। সভাপতিত্ব করেন আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. মাহবুব রাব্বানি এবং সঞ্চালনা করেন ডেপুটি রেজিস্ট্রার ড. মো. আমিনুল ইসলাম।

দুই দিনব্যাপী কর্মশালার মূল সেশনগুলো পরিচালনা করেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) অর্থ ও হিসাব বিভাগের পরিচালক মো. রেজাউল করিম হাওলাদার। প্রথম দিন তিনি সরকারি আইন, অধ্যাদেশ, বাজেট ব্যবস্থাপনা কাঠামো ও হিসাবরক্ষণ পদ্ধতি বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

দ্বিতীয় দিনের প্রথম সেশন শুরু হয় “Unfreezing & Flash back” দিয়ে। এরপর ধারাবাহিকভাবে “Auditing”, “Income Tax Preliminary Concepts”, হাতে-কলমে পেনশন, টিএ/ডিএ, জিপিএফ ও আয়কর প্র্যাকটিস সেশন, এবং দিনশেষে উন্মুক্ত আলোচনা, ফিডব্যাক ও “Thanks Giving” এর মধ্য দিয়ে প্রশিক্ষণ কর্মশালা শেষ হয়। কোর্স পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন প্রফেসর ড. মো. আবদুল মাসুদ এবং কোর্স সমন্বয়ক ছিলেন প্রফেসর ড. মো. নুর নবী।

 

অংশগ্রহণকারী কর্মকর্তারা জানান, এ প্রশিক্ষণ তাঁদের বাস্তব অভিজ্ঞতা সমৃদ্ধ করেছে। প্রশাসনিক কাজে স্বচ্ছতা, আর্থিক পরিকল্পনা ও দক্ষতা বৃদ্ধিতে এ ধরনের প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দুই দিনব্যাপী প্রশিক্ষণে ডেপুটি রেজিস্ট্রার মো. শাহজালাল, ডেপুটি রেজিস্ট্রার মুহাম্মদ ইমাদুল হক প্রিন্স, ডেপুটি রেজিস্ট্রার মো. খায়রুল বাসার মিয়া, সহকারী রেজিস্ট্রার রিয়াজ কাঞ্চন শহীদ, সহকারী রেজিস্ট্রার মো. আবু তাহের উজ্জ্বল, সেকশন অফিসার শাহাদাত হোসেন নান্টুসহ অর্ধ শতাধিক কর্মকর্তা অংশ নেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি