1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
গৌরীপুরে জমি সংক্রান্ত বিষয় নিয়ে বড়বোন সহোদর ছোট ভাই দ্বারা নির্যাতিত  - Stbanglatv.com
বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫, ০৪:৫৭ পূর্বাহ্ন

গৌরীপুরে জমি সংক্রান্ত বিষয় নিয়ে বড়বোন সহোদর ছোট ভাই দ্বারা নির্যাতিত 

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২৫
  • ২৪ Time View

 

আব্দুর রউফ দুদু গৌরীপুর (ময়মনসিংহ)প্রতিনিধিঃ-

ময়মনসিংমহ গৌরীপুর উপজেলার ১০ সিধলা ইউনিয়নের মনাটি গ্রামে সহোদর ছোট ভাইও তার পরিবারের দ্বারা আপন বড় বোন ওতাহার ছেলেরা মানসিক ও শারীরিকভাবে নির্যাতনের শিকার হওয়ার খবর পাওয়া গিয়েছে।

মনাটি গ্রামের স্হানীয় বাসিন্দা ও ঘটনা সূত্রে জানা যায় পৈত্রিক সূত্রে বাদী মোছা: রহিমা খাতুন বি আর এস মূলে দীর্ঘদিন যাবত মনাটি মৌজায়,খতিয়ান নম্বর -২৬৫,দাগ নম্বর -৪২৩৯ শ্রেণী নামা, ১৪:৫ শতাংশ জমি ভোগ করে আসতেছে। উক্ত জমির পূর্বে আইল সীমানা সঠিকভাবে ছিল না বিদায় উভয় পক্ষ যৌথভাবে গতকাল রবিবার ১২জানুয়ারী ২০২৪ ইং বিকাল ৩:০০ ঘটিকার সময় আমিন ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গদের নিয়েে জমি মেপে উভয় পক্ষের জমির সীমানা নির্ধারণ করে।

এবং সকলের মাঝে বিবাদী মোঃ আবুল কালাম সহ তার স্ত্রী সন্তান বলে তাহারা আর রহিমা খাতুনের জমিতে হস্তক্ষেপ করবে না।

কিন্তু একদিন যেতে না যেতেই তাহারা রহিমা খাতুনের জমির আইল কেটে ফেলা সহ জমির মাটি কেটে নিয়ে যায়।

সেই সাথে জমিতে রহিমা খাতুন সহ তার পরিবারের কেউ আসলে প্রাণ নাশের হুমকি দেয়।

এলাকা বাসি বলেন আবুল কালাম ও তার পরিবার ব্যক্তি হিসাবে ভাল নয়।এরা যেকোন সময় বড় ধরনের অঘাটন ঘটাতে পারে,তাই প্রশাসনের উচিত এদের বিরোদ্ধে যথাযথ পদক্ষেপ নেওয়া।

ফলে রহিমা খাতুন স্হানীয় দরবারে উপস্হিত গণ্যমান্য ব্যক্তিদের পরামর্শক্রমে গৌরীপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

গৌরীপুর থানার অফিসার ইনচার্জ মির্জা মাজহারুল আনোয়ার ও সিধলা ইউনিয়ের বিট অফিসার অভিযোগের সত্যতা নিশ্চিত করেন,এবং বলেন ঘটনা তদন্ত করে আসামীদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি