
আব্দুল লতিফ সরকার,লালমনিরহাট প্রতিনিধিঃ
”সকল নারী ও কন্যার বিরুদ্ধে ডিজিটাল সহিংসতা বন্ধ করতে ঐক্যবদ্ধ হন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে লালমনিরহাটের হাতীবান্ধায় নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে ১৬ দিনের কর্মসূচি শুরু হয়েছে। রোববার (৭ ডিসেম্বর) উপজেলার সিন্দুর্ণা ইউনিয়ন পরিষদ হলরুমে উৎপাদনশীল ও সম্ভাবনাময় কর্মের সুযোগ গ্রহণে নারীর সামর্থ্য উন্নয়ন- “স্বপ্ন” ২য় পর্যায় প্রকল্পের আয়োজনে উক্ত কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়।
নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে ১৬ দিনের কর্মসূচি উপলক্ষে এক সংক্ষিপ্ত র্যালী শেষে আলোচনা সভার আয়োজন করা হয়। কর্মসূচিতে নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে আইনগত সহায়তা ও নারীদের আত্মকর্মসংস্থান বৃদ্ধির জন্য এগিয়ে আসার আহবান জানানো হয়।
কর্মসূচিতে হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম মিঞা, সিন্দুর্ণা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফুল ইসলাম, হিসাব সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক মেহেরাব হোসেন, ইএসডিও স্বপ্ন প্রকল্পের প্রজেক্ট কো-অর্ডিনেটর মামুন হোসেন, প্রজেক্ট অফিসার শামিমা আক্তার শিলা, ইউনিয়ন ওয়ার্কার রওশন আরা, লিসা খাতুন, রুপালী বেগম, ফারহানা আক্তার, মৌসুমি খাতুন, রেবা খাতুন, মনোয়ারা বেগম ও স্বপ্ন প্রকল্পের সুবিধাভোগী নারীরা উপস্থিত ছিলেন।
হাতীবান্ধা উপজেলার ইউএনও শামীম মিঞার শেষ কর্মদিবসে নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে ১৬ দিনের কর্মসূচির আলোচনা সভায় বলেন, নারীরা যেমন নির্যাতনের শিকার হন তেমনি আবার অনেক সময় নিজেরাও নির্যাতন করেন।
কিছুদিন আগের মাগুরা জেলার আলোচিত আছিয়ার উপর নির্যাতনের ঘটনার বিষয় উল্লেখ করে তিনি বলেন, নারীরা নিজেদের ঘরেও নির্যাতনের শিকার হন। সেজন্য নিজেদের সচেতনতা বৃদ্ধি, নারী পুরুষের দৃষ্টিভঙ্গি পরিবর্তন ও ধর্মীয় অনুশাসনের পাশাপাশি নারীদের কর্মসংস্থান সৃষ্টির ব্যাপারে এগিয়ে আসার আহবান জানান।
উল্লেখ্য, ২০২৪ সালের ৯ মে থেকে হাতীবান্ধা উপজেলার বারোটি ইউনিয়নে ইএসডিও স্বপ্ন প্রকল্পের আওতায় ৪৩২ জন নারী গ্রামীণ সম্পদ রক্ষণাবেক্ষণের পাশাপাশি আয়বৃদ্ধিমুলক কর্মকান্ডে যুক্ত হন।
© All rights reserved © 2023
Leave a Reply