
মোঃ শহিদুল ইসলাম, মুক্তাগাছা উপজেলা প্রতিনিধি
ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায় কালীবাড়ি বাজার সংলগ্ন আয়েশা বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠে আজ অনুষ্ঠিত হয়েছে জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্প। সকাল থেকেই এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে। বিভিন্ন বয়সের নারী-পুরুষ, শিশুসহ শত শত মানুষ বিনামূল্যে চিকিৎসা নিতে ক্যাম্পে ভিড় করেন।
অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন মুক্তাগাছার মাটি ও মানুষের প্রিয় নেতা, জনাব এডভোকেট মতিউর রহমান আকন্দ। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন,
“সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা পাওয়ার অধিকার নিশ্চিত করা আমাদের সামাজিক দায়িত্ব। অর্থাভাবে যাতে কেউ চিকিৎসা থেকে বঞ্চিত না হয়—এমন মানবিক চিন্তা থেকেই এই ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন করা হয়েছে।”
বিনামূল্যে চিকিৎসা–সেবা ও বিভিন্ন পরীক্ষার ব্যবস্থা
দিনব্যাপী এই ক্যাম্পে অভিজ্ঞ চিকিৎসকদের একটি দল সাধারণ রোগ, শিশুরোগ, চর্মরোগ, গাইনি সমস্যা, ডায়াবেটিসসহ বিভিন্ন শারীরিক জটিলতার রোগীদের দেখেন। একই সঙ্গে ডায়াবেটিস পরীক্ষা, রক্তচাপ মাপা, প্রাথমিক ইসিজি, চোখ পরীক্ষা ও প্রয়োজনীয় স্বাস্থ্যপরামর্শ দেওয়া হয় বিনামূল্যে।
চিকিৎসা নিতে আসা স্থানীয় প্রবীণ নাগরিক শাহজাহান আলী জানান,
“এতো কাছাকাছি জায়গায় বিনামূল্যে ভালো ডাক্তার দেখানোর সুযোগ আগে কখনো পাইনি। আমাদের মতো গরিব মানুষের জন্য এ উদ্যোগ সত্যিই বড় উপকার।”
কর্মসূচিকে ঘিরে স্থানীয়দের ব্যাপক সাড়া
স্থানীয় নারী-পুরুষের অংশগ্রহণে ক্যাম্পে সারাদিনই উপচে পড়া ভিড় দেখা যায়। অনেকেই জানান, এলাকায় মানসম্মত চিকিৎসা সুবিধা সীমিত হওয়ায় এ ধরনের স্বাস্থ্য উদ্যোগ তাদের জন্য অত্যন্ত উপকারী।
ক্যাম্পে কাজ করা স্বেচ্ছাসেবকরাও জানান, মানুষের উৎসাহ ও সাড়া তাদেরকে আরও অনুপ্রাণিত করেছে। চিকিৎসা নিতে আসা রোগীদের স্বাভাবিক ভিড় সামলাতে পুরো এলাকাজুড়ে স্বেচ্ছাসেবকরা কাজ করেন।
আয়োজকদের বক্তব্য
আয়োজকরা জানান, সমাজের অসহায়, নিম্নআয়ের মানুষদের কাছে সেবা পৌঁছে দিতেই তাদের এই প্রচেষ্টা।
একজন আয়োজক বলেন—
“মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়েই আমাদের এই আয়োজন। ভবিষ্যতেও আরও বড় পরিসরে ও নিয়মিতভাবে এ ধরনের মেডিকেল ক্যাম্প চালু রাখার পরিকল্পনা রয়েছে।”
মানবিক সেবা কার্যক্রমের ধারাবাহিকতা
শীতের আগমনের মৌসুমে সাধারণ মানুষের মৌলিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে জামায়াতে ইসলামী সাম্প্রতিক সময়ে বিভিন্ন এলাকায় ফ্রি চিকিৎসা কার্যক্রম পরিচালনা করছে বলে সংগঠনের পক্ষ থেকে জানান। মুক্তাগাছার এই ক্যাম্প সেই ধারাবাহিকতার একটি অংশ।
দিনশেষে আয়োজকরা জানান, সাধারণ মানুষের অভূতপূর্ব সাড়াই প্রমাণ করে—এমন মানবিক উদ্যোগ মানুষের জন্য কতটা প্রয়োজনীয়। ভবিষ্যতে আরও বেশি ডাক্তার, বিভিন্ন বিশেষায়িত পরীক্ষা করা হয়েছে।
© All rights reserved © 2023
Leave a Reply