
মো. শাহীন আলম গাইবান্ধা জেলা করেসপন্ডেন্ট:
গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জে ভোর রাতে এক কৃষকের ৫৫ শতক জমির পাকা ধান কেটে নেওয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী সুজা মিয়া (৪০)।
শনিবার (৬ ডিসেম্বর)বিকেলে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম আজাদ অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ভোর ৪টার দিকে উপজেলার দহবন্দ ইউনিয়নের উত্তর ধুমাইটারী গ্রামে ঘটনাটি ঘটে।
ভুক্তভোগী সুজা মিয়া সুন্দরগঞ্জ পৌরশহরের কলেজপাড়া এলাকার মৃত আব্দুল জলিলের ছেলে। তিনি পৈত্রিকসূত্রে পাওয়া উত্তর ধুমাইটারী গ্রামের এই জমি দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছেন।
এজাহারে তিনি উল্লেখ করেন, বেশ কিছুদিন ধরে জমিটি দখলের চেষ্টা চালিয়ে আসছেন ধুমাইটারী গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে আমিনুল ইসলাম। এর ধারাবাহিকতায় গত বৃহস্পতিবার ভোরে আমিনুল ইসলাম কয়েকজন সহযোগীকে নিয়ে লাঠি, সোঠা, কাচন্তি, কেটা ও ধারালো অস্ত্র হাতে দলবদ্ধভাবে জমিতে ঢুকে পাকা ধান কাটতে শুরু করেন। খবর পেয়ে সুজা মিয়া দ্রুত গিয়ে বাধা দিলে বিবাদীরা অস্ত্র উঁচিয়ে তাকে তেড়ে আসে। তার চিৎকারে প্রতিবেশী ছলিম মিয়া, নুরুন্নবী মিয়া, রাজ্জাক মিয়াসহ স্থানীয়রা এগিয়ে এলে তারা পালিয়ে যায়। যাওয়ার সময় তারা হুমকি দেয়, এই জমি আমাদের। বাধা দিলে খুন করে লাশ গুম করে ফেলব।
এজাহারে আরও বলা হয়েছে, বিবাদীরা প্রায় ৩০ মণ ধান ও খড় নিয়ে গেছে, যার আনুমানিক মূল্য প্রায় ৪৬ হাজার টাকা।
সুজা মিয়া জানান, বিবাদীপক্ষ দীর্ঘদিন ধরেই জমিটি দখলের চেষ্টা করছে। ঘটনার পর তিনি এবং তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন।
এ বিষয়ে সুন্দরগঞ্জ থানার ওসি আব্দুল হাকিম আজাদ বলেন, এ বিষয়ে এজাহার পেয়েছি। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
© All rights reserved © 2023
Leave a Reply