
:হুমায়ুন রশিদ জুয়েল স্টাফ রিপোর্টার: কিশোরগঞ্জ জেলার তাড়াইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাব্বির রহমানের বদলির খবরে আশাহত এলাকার জনসাধারণ। তার বদলি ঘিরে এলাকাজুড়ে মানুষের মধ্যে উদ্বেগ ও হতাশা বাড়ছে। স্থানীয় অনেকেই দাবি করছেন, ওসি মোঃ সাব্বির রহমানের কঠোর অবস্থানের কারণে এতদিন দালাল ও অপরাধচক্র চাপে ছিল, অনেক চিহিৃত ছিনতাইকারী, ডাকাত, র্শীষ সন্ত্রসীরা আত্নগোপনে চলে গিয়েছিল। তার বদলির খবরে তারা আবার সক্রিয় হওয়ার ইঙ্গিত দিচ্ছে। সম্প্রতি সারা দেশে ৫২৭ জন ওসি পর্যায়ে কর্মকর্তাদের বদলি করা হয়েছে। তারই ধারাবাহিকতায় তাড়াইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাব্বির রহমান সহ কিশোরগঞ্জ জেলার ১৩টি থানার ওসি-দের একযোগে বদলি হচ্ছে বলে জানা যায়। বিভিন্ন সূএে জানা যায় গত ৫ ই আগস্ট জুলাই আন্দোলন পরবর্তী বিভিন্ন থানায় রাজনৈতিক অস্থিতিশীলতা নিয়ে কাজ শুরু করেন বিভিন্ন থানার ওসিরা । এই রকম অস্থির সময়ে গত বছরের নভেম্বর মাসে অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাব্বির রহমান তাড়াইল থানায় যোগদান করার পর থেকেই উপজেলা এলাকার সর্বসাধারণের সাথে আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ আচরণে মুগ্ধ ছিলো সবাই। শীর্ষ সন্ত্রাসী হত্যা মামলার আসামিসহ অনেক কে গ্রেফতার করে বিচারের মুখোমুখি করেন তিনি। যে কারনে বিভিন্ন অপকর্মে জড়িত লোকজন অনেকটাই আত্নগোপনে চলে যায়। ব্যবসায়ী সহ জনসাধারনের স্বস্তি ফিরে আসে। স্থানীয় পর্যায়ে ইভটিজিং বন্ধ, কিশোর গ্যাংস তৎপরতা বন্ধ হয়। মাদক কারবারি আটক, পরোয়ানাভুক্ত বিভিন্ন মামলার আসামিদের গ্রেফতারে বিষয়ে তৎপর ছিলেন তিনি। তিনি জেলার শ্রেষ্ঠ পুলিশ অফিসার হিসেবেও পুরস্কৃত করা হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার বদলি খবর জেনে অনেকেই অশ্রুসিক্ত হৃদয়ে থানায় ছুটে গিয়ে তার সাথে মতবিনিময় করছেন। অফিসার ইনচার্জ মোঃ সাব্বির রহমান বলেন, জনগণের জানমাল ও নিরাপত্তার স্বার্থে আমরা কাজ করি। আইনি সীমাবদ্ধতার কারনে হয়তো সবার অনুরোধ রাখা সম্ভব হয়না সব সময়। আমার দায়িত্বকালীন সময়ে সবার সাথে মিলেমিশে কাজ করার করেছি। আমাকে দলমত নিবিশে সকল রাজনৈতিক দল ও স্থানীয় জনসাধারণ সর্বাত্মক সহযোগিতা করেছে।
© All rights reserved © 2023
Leave a Reply