
মোহাম্মদ রাসেল:( ইটনা) কিশোরগঞ্জ প্রতিনিধি
তিন দফা দাবিতে আন্দোলনরত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অসংখ্য সহকারী শিক্ষককে স্ট্যান্ড রিলিজ করে ভিন্ন জেলায় বদলি করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। প্রশাসনিক কারণ দেখিয়ে এ বদলি করা হচ্ছে।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পলিসি অ্যান্ড অপারেশন বিভাগের সহকারী পরিচালক মাহফুজা খাতুনের সই করা অফিস আদেশে এ বদলি করা হয়।
কিশোরগঞ্জের মিঠামইন উপজেলায় শিক্ষা প্রতিষ্ঠানের দাবিতে আন্দোলনে অংশ নেওয়ার জেরে দুই শিক্ষককে বদলি করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
বদলি হওয়া শিক্ষকরা হচ্ছেন, কাজী পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক” মাহবুবুর রহমান সিদ্দিকী, স্থানান্তর করা হয়েছে চাপারকোলা সরকারি প্রার্থমিক বিদ্যালয় নেত্রকোনা সদর, অন্যজন হলেন, ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ মনিরুজ্জামান, স্থানান্তর করা হয়েছে কয়রা গোবিন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয় নেত্রকোনা সদর।
শিক্ষকরা দাবি করছেন, তাদের বিরুদ্ধে কোনো আনুষ্ঠানিক অভিযোগ না থাকা সত্ত্বেও শুধুমাত্র আন্দোলনে যুক্ত থাকায় তাদের বদলি করা হয়েছে। তারা এটিকে শিক্ষক নিপীড়নের একটি নজিরবিহীন ঘটনা হিসেবে দেখছেন এবং এই সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানাচ্ছেন।
এ বিষয়ে উপজেলা শিক্ষা অফিসার সাদিকুর রহমান আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য না করলেও অভ্যন্তরীণ সূত্র জানায়, “উর্ধ্বতন নির্দেশনা অনুযায়ী” বদলির আদেশ দেওয়া হয়েছে।
© All rights reserved © 2023
Leave a Reply