
আব্দুর রউফ ভুঁইয়া,কিশোরগঞ্জ প্রতিনিধি:
“তারুণ্যের উদ্দীপনা ও গ্রাহকের প্রতি শ্রদ্ধা নিবেদন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষ্যে বাংলাদেশ কৃষি ব্যাংক, কিশোরগঞ্জ চৌদ্দশত বোর্ড বাজার শাখার উদ্যোগে এক বিশেষ সম্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে ব্যাংকের দীর্ঘদিনের বিশ্বস্ত গ্রাহক ও নতুন তরুণ গ্রাহকদের পাঁচটি ক্যাটাগরিতে সম্মাননা প্রদান করা হয়। পুরস্কারপ্রাপ্ত ক্যাটাগরিগুলো হলো, সেরা নারী উদ্যোক্তা, সর্বোচ্চ রেমিট্যান্স গ্রহীতা, সর্বোচ্চ আমানতকারী, ভালো ঋণগ্রহীতা এবং সেরা তরুণ উদ্যোক্তা। অনুষ্ঠানের মূল লক্ষ্য ছিল তরুণ প্রজন্মকে ব্যাংকিং কার্যক্রমে সম্পৃক্ত করা এবং ব্যাংক কর্মকর্তাদের প্রেষণা প্রদান। এসময় চৌদ্দশত ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গ, শাখার কর্মকর্তা ও নিয়মিত গ্রাহকবৃন্দের উপস্থিতিতে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অত্র শাখার ব্যবস্থাপক ও ঊর্ধ্বতন মুখ্য কর্মকর্তা তানজীনা নাসরীন।
© All rights reserved © 2023
Leave a Reply