
আব্দুর রউফ ভুঁইয়া,কিশোরগঞ্জ প্রতিনিধি:
কিশোরগঞ্জের ইটনায় হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতের সুরজিৎ দাস (২৭) নামে এক জেলে নিহত হয়েছেন। এ সময় আহত হন দিলীপ দাস।
মঙ্গলবার (৭ অক্টোবর) সকালে ইটনা উপজেলার ধনপুর হাওরে এ ঘটনা ঘটে।
নিহত সুরজিৎ দাস উপজেলার ধনপুর ইউনিয়নের কমচা বড়হাটি গ্রামের পরেশ চন্দ্র দাসের ছেলে। আহত দিলীপ দাস (৩০) একই এলাকার সোম লাল দাসের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে সুরজিৎ দাস ও দিলীপ দাস মিলে নৌকা নিয়ে গ্রামের পার্শ্ববর্তী হাওরে জাল দিয়ে মাছ ধরতে যান। সকাল ১০টার দিকে হঠাৎ আকাশে মেঘ করে বজ্রপাত শুরু হয়।
এ সময় তারা জাল উত্তোলন রেখে বাড়ির দিকে নিরাপদে আসার চেষ্টা করে, পথে দুজনই বজ্রপাতে আক্রান্ত হন। বজ্রপাতের আঘাতে ঘটনাস্থলে মারা যান সুরিজিৎ দাস। গুরুতর আহত হন দিলীপ দাস। এ ঘটনা দূর থেকে দেখে অন্য জেলেরা এগিয়ে আসে এবং বাড়িতে খবর দিলে লোকজন গিয়ে তাদের উদ্ধার করে ইটনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে, দায়িত্বরত চিকিৎসক সুরজিৎ দাসকে মৃত ঘোষণা করেন। আহত দিলীপ দাস চিকিৎসাধীন রয়েছেন।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক বিধান চন্দ্র দেবনাথ বলেন, বজ্রপাতে নিহত সুরজিৎ দাসকে হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে ধনপুর ইউপি চেয়ারম্যান প্রদীপ কুমার দাস বলেন, হাওরে মাছ ধরতে গিয়ে দিলীপ দাস আহত হন এবং সুরজিৎ মারা গেছে।
© All rights reserved © 2023
Leave a Reply