
আব্দুর রউফ ভুইয়া কিশোরগঞ্জ প্রতিনিধি
কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলায় অটো ও মোটরসাইকেলের সংঘর্ষে নারী ও শিশুসহ পাঁচজন আহত হয়েছেন। সোমবার (৬ অক্টোবর) দুপুরে জেলার অষ্টগ্রাম উপজেলার মধ্য অষ্টগ্রাম আশ্রমের ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহতদের মধ্যে গুরুতর অবস্থায় তানিম (২২), পিতা সপন মিয়া, কাস্তুল ইউনিয়নের খন্দকারহাটি গ্রামের বাসিন্দা, তাকে ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি মোটরসাইকেলের চালক ছিলেন।
অন্য আহতরা হলেন রবিন (২৭), পিতা মৃত আম্বর মিয়া, পূর্ব অষ্টগ্রাম পরাশরপাড়া এলাকার বাসিন্দা ও অটোচালক, এবং রানু (৭০), শারমিন (২৫) ও সাফা (৪)। শেষের তিনজন অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
দুর্ঘটনার খবর পেয়ে অষ্টগ্রাম থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এ বিষয়ে অষ্টগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমিন জানান ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার কাজে সহায়তা করেছে। দুর্ঘটনায় জড়িত যানবাহনগুলো জব্দ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
© All rights reserved © 2023
Leave a Reply