
মোঃ আতাউর রহমান,দিনাজপুর জেলা প্রতিনিধিঃ
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ দিনাজপুরের খানসামা উপজেলার শতাধিক মন্ডপ ও মন্দিরে হিন্দু সম্প্রদায়ের প্রধান উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আর্থিক আনুদান দিয়েছে দিনাজপুর ৪,আসনের সাবেক এমপি আখতারুজ্জামান মিয়া।
এসময় আরো উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক: রবিউল আলম তুহিন,
গোয়ালডিহি ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক: সাখাওয়াত হোসেন লিটন।
হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য ফ্রন্টের আহবায়ক বাবু কেশব কর,
উপজেলা যুবদলের সদস্য সচিব ওবাইদুর রহমান মুন্সী, সহ উপজেলা বিএনপির অঙ্গ সহযোগী ও সংগঠনের নেতৃবৃন্দরা।
দুর্গাপূজা উপলক্ষে আজ,৩০,সেপ্টেম্বর ২০২৫, সারাদিন খানসামা উপজেলার ১,২,ও ৩,নং ইউনিয়নের শতাধিক পুজা মন্ডপ পরিদর্শন করেন তিনি।
এসময় তিনি পূজা মন্ডপে বক্তব্য রাখেন এবং তার বক্তব্যে বলেন, খানসামা উপজেলা সহ সারা বাংলাদেশের সকল হিন্দু সম্প্রদায়ের মানুষ নির্বঘ্নে ও নিরাপদে তাদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা পালন করতে পারে তার জন্য বিএনপির পক্ষ থেকে সব ধরণের ব্যবস্থা নেয়া হয়েছে। বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সজাগ ও সতর্ক রয়েছে। বিএনপির সব ধর্মের মানুষের ধর্মীয় স্বাধীনতা বিশ্বাস করে। বিএনপি আগেও হিন্দু সম্প্রদায়ের মানুষের পাশে ছিল, বর্তমানে আছে এবং ভবিষ্যতেও থাকবে।
আলোচনা শেষে মন্ডপ ও মন্দির কমিটির প্রতিনিধিরা অনুদানের অর্থ গ্রহন করেন।
© All rights reserved © 2023
Leave a Reply