আব্দুর রউফ দুদু গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধিঃ-
দেশের শীর্ষ জাতীয় দৈনিক যুগান্তর পত্রিকার সম্পাদক ও জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি সাইফুল আলম এর ৬৯তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে ময়মনসিংহের গৌরীপুর যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে স্বজন সমাবেশের কার্যালয়ে কেককাটা, আলোচনা সভা ও বর্ণিল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন পৌর স্বজনের সভাপতি শ্যামল ঘোষ। সঞ্চালনা করেন পৌর স্বজনের সাধারণ সম্পাদক এডভোকেট আল ইমরান মুক্তা। বক্তব্য রাখেন যুগান্তরের গৌরীপুর প্রতিনিধি মো. রইছ উদ্দিন, উপজেলা স্বজনের সভাপতি মো. এমদাদুল হক, সাধারণ সম্পাদক সেলিম আল রাজ, সহসভাপতি শামীমা খানম মীনা, সাংস্কৃতিক সম্পাদক গোপা দাস, সাহিত্য সম্পাদক আমিরুল মোমেনীন, কলেজ স্বজনের সাংগঠনিক সম্পাদক রমজানুর আহমেদ নাজিম, মহিলা কলেজ স্বজনের সাবেক সাধারণ সম্পাদক ইসরাত জাহান লাকী, স্বজন বিজন চন্দ্র সরকার, আব্দুস ছালাম, মাহমুদা আক্তার লিপি, মোখলেছুর রহমান, মাহফুজুর রহমান, শামীম আনোয়ার, স্বজন লাবন্য জাহান মুক্তা, রওজাতুল জান্নাত জ্যোতি, মোহাম্মদ ছোটন মিয়া, আরিফুল ইসলাম, রিফাহ তাসনিয়া তরী, কাশফিয়া জাহান তৃপ্তি, তাসফিয়া জামান রায়মা, ইবনাত ইসলাম পারিশা, তাহমিন ইসলাম আদিব, লাবন্য জাহান মুক্তা, রওজাতুল জান্নাত জ্যোতি, মোখলেছুর রহমান প্রমুখ।
© All rights reserved © 2023
Leave a Reply