সাইফুল ইসলাম ধর্মপাশা সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলা ২ নং সেলবরষ ইউনিয়ন খলাপাড়া গ্রামের লাকি আক্তার, (৫৫)স্বামীঃ আহেদ আলী। লাকি আক্তার একজন হতদরিদ্র অসহায় পরিবারের সদস্য,।তিনি অনেকদিন যাবত ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত, গত 19.10.2022 তারিখে ব্রেস্ট ক্যান্সারে অপারেশন করা হয় একটি ঢাকা মেডিকেল হাসপাতালে, এই ব্যায়বহুল চিকিৎসা চালিয়ে যাওয়া তার পরিবারের পক্ষে অসম্ভব হয়ে দাঁড়িয়েছে।এই ব্যায়বহুল চিকিৎসা হতে বঞ্চিত লাকি আক্তারের পাশে দাঁড়িয়েছে খলাপাড়া গ্রামের সহকারী শিক্ষক আব্দুর নূর, । লাকি আক্তার কে সাহায্য করার জন্য সর্বস্তরের মানুষের কাছে আব্দুরনূর সাহেব আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন । এই সামাজিক মানবিক সেবামূলক কাজ করার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়েছেন এলাকাবাসী। ইনজেকশন মোট ৬ টি।প্রতিটি ইনজেকশনের মূল্য ১৫ হাজার টাকা। ২৯ /৫/২৩তারিখে ১১ ঘটিকার সময় প্রথম খিস্তি ১৫ হাজার টাকা তুলে দেন লাকি আক্তারের হাতে । ৩০.৮.২৩ তারিখে ১১ ঘটিকায় সময় রোজ বুধবার দ্বিতীয় কিস্তিতে১৫ হাজার টাকা তুলে দেন ।৩০-১১-২৩ তৃতীয় কিস্তি তুলে দেন, চতুর্থ ২৯-০২-২৪ তারিখে ১৫ হাজার টাকা তুলে দেন। ৪-৬-২০২৪ ইংরেজি রোজ মঙ্গলবার নিজে ব্যক্তিগতভাবে ১৫ হাজার টাকা তুলে দেন আব্দুন নূর সাহেব লাকি আক্তারের হাতে।এ সময় উপস্থিত ছিলেন জনাব, আব্দুর নূর সহকারী শিক্ষক কাকিয়াম খলাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। আরো উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও পমুখ।
© All rights reserved © 2023
Leave a Reply