
মোঃ আশরাফুল আলম ফুলবাড়ী দিনাজপুর প্রতিনিধি
বাংলাদেশী নাগরিক অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের দায়ে বিএসএফ কর্তৃক আটক এবং পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবি কর্তৃক গ্রহণ পূর্বক থানায় হস্তান্তর করণ।
১৮ ডিসেম্বর ২০২৫ তারিখ আনুমানিক ১০৩০ হতে ১১৩০ ঘটিকা পর্যন্ত ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর অধীনস্থ রসুলপুর বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ২৯৯/১-এস এর নিকট ভারতের অভ্যন্তরে রসুলপুর শেখপাড়া (জিআর-৮২৫০৯৭, এমএস-৭৮সি/১৪) নামক স্থানে ৫৭ ব্যাটালিয়ন বিএসএফ এর মাধবপুর কোম্পানী কমান্ডারের আহবানে আমড়া কোম্পানী কমান্ডারের সাথে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বর্ণিত পতাকা বৈঠকে বিএসএফ কর্তৃক আটককৃত বাংলাদেশী নাগরিক আর্চনা সুরিন (২৭), পিতা-জোসেফ সুরিন, গ্রাম-রাজবাড়ি, ডাকঘর-রাজবাড়ি, থানা-দিনাজপুর সদর, জেলা-দিনাজপুর এর জাতীয় পরিচয়পত্র যাচাই বাছাই করতঃ বাংলাদেশী নাগরিক হিসেবে পরিচয় নিশ্চিত হওয়ায় তাকে বিএসএফ এর নিকট হতে গ্রহণ করা হয়।
আটককৃত বাংলাদেশী নাগরিককে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে দীর্ঘদিন যাবৎ ঢাকায় গার্মেন্টসে চাকুরীরত ছিল। চাকুরীরত অবস্থায় ভারতীয় নাগরিক দিপংকর এর সাথে ফেসবুকের মাধ্যমে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এবং তাকে বিয়ে করার আশ্বাস দিলে সে ভারতীয় নাগরিক রানা এর মাধ্যমে গত ১২ ডিসেম্বর ২০২৫ তারিখে শ্রীমঙ্গল সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করতঃ দিপংকর এর বাড়িতে গমন করে। পরবর্তীতে দিপংকর এর পিতা-মাতা তাদের বিবাহ দিতে অস্বীকার করে এবং ভারতের পতিরাম থানার পুলিশকে অবগত করে। এ প্রেক্ষিতে পতিরাম থানার পুলিশ কর্তৃক তাকে গত ১৪ ডিসেম্বর ২০২৫ তারিখ আটক করে থানায় নিয়ে যায়। পরবর্তীতে বিএসএফ কর্তৃক তাকে পতিরাম থানা হতে গ্রহণ করতঃ অদ্য ১৮ ডিসেম্বর ২০২৫ তারিখ বিজিবি-বিএসএফ পতাকা বৈঠকের মাধ্যমে তার জাতীয় পরিচয়পত্র যাচাই-বাছাই করতঃ বাংলাদেশী নাগরিক নিশ্চিত হয়ে বিজিবি’র নিকট হস্তান্তর করা হয়। বিএসএফ কর্তৃক আটককৃত বাংলাদেশী নাগরিককে দিনাজপুর জেলার ফুলবাড়ী থানায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হস্তান্তর করা হয়েছে।
© All rights reserved © 2023
Leave a Reply