1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
ভোলা-৩ আসনে বিএনপি প্রার্থীর পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ - Stbanglatv.com
শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ০২:২৩ অপরাহ্ন

ভোলা-৩ আসনে বিএনপি প্রার্থীর পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ

এম এ হাসান, ভোলা জেলা প্রতিনিধি:
  • Update Time : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫
  • ৭ Time View

 

এম এ হাসান, ভোলা জেলা প্রতিনিধি:

ভোলা-৩ (লালমোহন–তজুমুদ্দিন) আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মেজর (অব:) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রমের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন লালমোহন উপজেলা বিএনপির নেতৃবৃন্দ।

 

আজ দুপুরে লালমোহন উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা বিএনপির সভাপতি জাফর ইকবাল ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুলসহ উপজেলা ও পৌর বিএনপির একাধিক নেতাকর্মী।

 

দলীয় সূত্র জানায়, মনোনয়ন ফরম সংগ্রহের মধ্য দিয়ে নির্বাচনী প্রস্তুতির প্রাথমিক কার্যক্রম শুরু হয়েছে। বিএনপি নেতারা আশা প্রকাশ করেন, মেজর (অব:) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রমের নেতৃত্বে ভোলা-৩ আসনে দলীয় সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে।

 

মনোনয়ন ফরম সংগ্রহ উপলক্ষে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় এলাকায় বিএনপি নেতাকর্মীদের উপস্থিতি লক্ষ্য করা যায়। এ সময় তারা শান্তিপূর্ণ পরিবেশে কর্মসূচি সম্পন্ন করেন।

 

উল্লেখ্য, ভোলা-৩ (লালমোহন–তজুমুদ্দিন) আসনটি রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হওয়ায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে বিভিন্ন রাজনৈতিক দলের তৎপরতা বৃদ্ধি পেয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি