1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
ত্রিশালে গুডাউনে অগ্নিকান্ডে কোটি টাকা ক্ষয়ক্ষতি, ইউএনও'র পরিদর্শন - Stbanglatv.com
সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০১:০৭ অপরাহ্ন

ত্রিশালে গুডাউনে অগ্নিকান্ডে কোটি টাকা ক্ষয়ক্ষতি, ইউএনও’র পরিদর্শন

জাকিয়া বেগম বিশেষ প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫
  • ২০ Time View

 

জাকিয়া বেগম বিশেষ প্রতিনিধি

ময়মনসিংহের ত্রিশাল পৌরসভার নওধার এলাকায় বৃহস্পতিবার সকালে ক্রোকারিজ সামগ্রীর গুডাউন ও চারটি বসতঘরে অগ্নিকান্ডে ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে। এ ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল বাকিউল বারী।

 

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, বৃহস্পতিবার ১১টার দিকে পৌর শহরের ৫নং ওয়ার্ডের ভাটিপাড়া এলাকায় রুহুল আমীনের ক্রোকারিজ সামগ্রীর গুডাউনে থাকা অগ্নিকান্ডে মূল্যবান সকল সামগ্রী, আসবাবপত্র ও প্রয়োজনীয় কাগজপত্র পুড়ে ছাই হয়ে যায়। একই সাথে চারটি বসত ঘরও পুড়ে যায়। খবর পেয়ে ত্রিশাল ফায়ার সার্ভিসের ২টি ইউনিট অভিযান পরিচালনা করে আগুন নিয়ন্ত্রনে আনে।

 

গুডাউনের মালিক রুহুল আমীন বলেন, আমি নিঃস্ব হয়েছে গেছি। আমার ক্রোকারিজ গোডাউনে গত দুই দিন আগেও বাইশ লাখ টাকার নতুন মাল এসছে। এতে আমার প্রায় কোটি টাকার মালামাল আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।

 

ত্রিশাল ফায়ার স্টেশন অফিসার সাদিকুল রহমান বলেন, আগুনের সূত্রপাত কি ভাবে হয়েছে তা নির্ণয় করা যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত করে জানানো হবে।

 

ঘটনার পরপরই পরিদর্শনে যান ত্রিশাল উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল বাকিউল বারী। এসময় তিনি ক্ষতিগ্রস্ত গোডাউন মালিক পুড়ে যাওয়া বসতবাড়ী লোকজনদের সাথে কথা বলেন। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ শহীদ উল্লাহ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি