আরিফ হোসেন রুদ্র (রায়পুর লক্ষীপুর)
লক্ষ্মীপুর আবারও কেঁপে উঠলো ভয়াবহ সড়ক দুর্ঘটনায়। শনিবার দুপুরে চন্দ্রগঞ্জ কফিলউদ্দিন ডিগ্রি কলেজের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী আনন্দ পরিবহনের বাস খালে পড়ে গেলে অন্তত কয়েকজন নিহত হন। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন এক শিশু ও এক মহিলা।
নিহতদের মধ্যে রয়েছেন স্থানীয় কলেজের সাবেক শিক্ষার্থী এবং ০৬-০৮ ব্যাচের ছাত্র মাজেদ। তাঁর মৃত্যুর খবরে সহপাঠী ও এলাকাবাসীর মধ্যে নেমে এসেছে শোকের ছায়া।
প্রত্যক্ষদর্শীরা জানান, অতিরিক্ত গতি ও বেপরোয়া চালনার কারণেই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায়। ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা চালাচ্ছে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা।
স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে বলেন, এই এলাকায় সড়ক দুর্ঘটনা প্রায় নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। মাত্র দুই মাস আগে একই স্থানে একটি মাইক্রো খালে পড়ে একই পরিবারের সাতজন প্রাণ হারান। তবুও প্রশাসন ও পরিবহন মালিকদের পক্ষ থেকে কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।
এলাকার মানুষ প্রশ্ন তুলেছেন—
আর কত লাশ রাস্তায় ঝরলে প্রশাসন জেগে উঠবে?
আর কত পরিবার নিঃশেষ হলে পরিবহন মালিকরা সচেতন হবেন?
মাজেদের মৃত্যুতে সহপাঠীরা বলেন, “এটি কেবল একটি দুর্ঘটনা নয়; বরং প্রশাসনের ব্যর্থতা ও পরিবহন খাতের অযত্ন-অবহেলার নির্মম প্রতিচ্ছবি।”
মাজেদের আত্মার মাগফিরাত কামনা করে বন্ধুরা দোয়া প্রার্থনা করেছেন।
© All rights reserved © 2023
Leave a Reply