
নিজস্ব প্রতিনিধি
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার আচমিতা ইউনিয়ন যুবদল নেতা কামরুজ্জামান রুবেলের বিরুদ্ধে স্থানীয় এক সাংবাদিককে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে থানায় লিখিত অভিযোগ দাখিল করেছে মিজানুর রহমান নামের এক স্থানীয় সাংবাদিক।
মঙ্গলবার (১৯আগস্ট) সন্ধ্যায় কটিয়াদী মডেল থানায় তিনি লিখিত ভাবে এই অভিযোগ দাখিল করেন।
সাংবাদিক মো. মিজানুর রহমান দৈনিক বাংলাদেশের খবর কটিয়াদী উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত।
অভিযুক্ত কামরুজ্জামান রুবেল (৪০) উপজেলার আছমিতা ইউনিয়নের অষ্টঘড়িয়া গ্রামের মৃত দুলাল মিয়ার ছেলে। তিনি আচমিতা ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক। অভিযোগে বলা হয় মঙ্গলবার (১৯ আগস্ট) সন্ধ্যা পৌনে ৬টার দিকে সাংবাদিক মিজান কটিয়াদি উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে নির্বাহী অফিসারের সামনে বসা ছিলেন। এসময় আচমিতা রিলাক্স রেস্টুরেন্টের বিষয়ে উপজেলা নির্বাহী অফিসারের ওই সাংবাদিকের কথা বলার সময় যুবদল নেতা রুবেল উপজেলা নির্বাহী অফিসারের সামনে ওই সাংবাদিককে অকথ্য ভাষায় গালিগালাজ আরম্ভ করে।
এক পর্যায়ে ওই সাংবাদিক ইউএনও’র অফিস থেকে বের হয়ে চলে আসলে অফিসের বাহিরে ওই সাংবাদিককে মারপিট করতে যায়। এসময় কটিয়াদী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি সৈয়দ মুরসালিন দারাশিকো সহ স্থানীয়রা এগিয়ে এসে ওই যুবদল নেতার হাত থেকে সাংবাদিক মিজানুর রহমানকে উদ্ধার করে। এসময় ওই যুবদল নেতা জনসম্মুখে ওই সাংবাদিককে প্রাণনাশের হুমকি দেয় এবং কি ভাবে কটিয়াদীতে সাংবাদিকতা করে তা দেখে নিবে বলেও হুমকি দেয়। যুবদল নেতার এসব হুমকি ধামকিতে আতংকে পরিবার পরিজন নিয়ে নিরাপত্তা হীনতায় ভূগছেন বলে দাবী করেন সাংবাদিক মিজানুর রহমান।
সাংবাদিক মিজানুর রহমান তার জানমাল সহ পরিবাররের নিরাপত্তার জন্য প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করেন।
অভিযোগের বিষয়ে
অভিযুক্ত কামরুজ্জামান রুবেলের সাথে যোগাযোগ
করলে তিনি বলেন অভিযোগের বিষয়টি সত্য নয় তবে আমার সাথে সাংবাদিক মিজানের কথোপকথন হয়েছে, এর চেয়ে বেশি কিছু হয় নাই, আপনি এই বিষয়ে ইউ এন ও মহোদয় এর সাথে কথা বলে জানতে পারবেন।
এ ব্যাপারে কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) তরিকুল ইসলাম ওই সাংবাদিকের দাখিল করা অভিযোগ পাওয়ার সত্যতা স্বীকার করে বলেন, অভিযোগটি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
© All rights reserved © 2023
Leave a Reply