আব্দুল লতিফ সরকার,লালমনিরহাট প্রতিনিধিঃ
ন্যাশনাল ইয়ুথ ফোরাম রংপুর বিভাগীয় কমিটির সভাপতি শহিদ ইসলাম সুজন ও সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন মোঃ হাবিবুর রহমান হাবিব।
রংপুর পর্যটন মোটেল কনফারেন্স রুমে ৩০ জানুয়ারি ন্যাশনাল ইয়ুথ ফোরামের আয়োজনে, ভলান্টারি সার্ভিসেস ওভারসিজের (ভিএসও) সার্বিক সহযোগিতায় বিভাগীয় বেস্ট ভলান্টিয়ার্স অ্যাওয়ার্ড ২০২৪ প্রদান ও বিভাগীয় কমিটি গঠন করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার রংপুর বিভাগীয় পরিচালক (যুগ্ন সচিব) মোঃ আবু জাফর। বিশেষ অতিথি ছিলেন সমাজ সেবা অধিদপ্তরের বিভাগীয় পরিচালক জিলুফা সুলতানা,রংপুর জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ আব্দুর রউফ শাহ।সভাপতিত্ব করেন ভিএসও বাংলাদেশের প্রজেক্টস ম্যানেজার মোঃ শফিকুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন ভিএসও বাংলাদেশের শিক্ষা অফিসার অনুপ গুন,ভিএসও বাংলাদেশের শিক্ষা কার্যক্রম নিয়ে বক্তব্য রাখেন মোঃমশিউর রহমান,শুভেচ্ছা বক্তব্য রাখেন ন্যাশনাল ইয়ুথ ফোরাম কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক মোঃ জামাল হোসেন।
বেস্ট ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৪ সালের বিভাগীয় পর্যায়ে সেরা ভলান্টিয়ার হিসেবে নির্বাচিত হয়েছেন লালমনিরহাটের যুব সংগঠক শহিদ ইসলাম সুজন,হাবিবুর রহমান। এছাড়া রংপুর বিভাগের ৮ জেলার ৫ জন করে মোট ৪০ জন বেস্ট ভলান্টিয়ার্সকে সম্মানিত করে অ্যাওয়ার্ড প্রদান করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সরকার বিভাগের বিভাগীয় পরিচালক বলেন, আমি ন্যাশনাল ইয়ুথ ফোরাম ও ভিএসও বাংলাদেশের সাথে অনেক গুলো কাজ করেছি। আমি ন্যাশনাল ইয়ুথ ফোরামের শুরু থেকে আছি। তাদের কাজ গুলো আমার খুবই ভালো লাগে। এখানে যারা আছেন তারা সকলে দেশের মানুষের পরিবর্তনের জন্য কাজ করেন। ‘আমাদের দেশের উন্নয়ন এবং অগ্রযাত্রায় যুবসমাজের ভূমিকা অতুলনীয়। তথ্যপ্রযুক্তি, কৃষি, শিক্ষা, স্বাস্থ্যসহ প্রতিটি সেক্টরে তরুণদের উদ্যোগ দেশকে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছে।
অ্যাওয়ার্ড প্রদান শেষে ন্যাশনাল ইয়ুথ ফোরাম রংপুর বিভাগীয় কমিটির নবনির্বাচিত সভাপতি শহিদ ইসলাম সুজন ও সাধারন সম্পাদক মোঃ হাবিবুর রহমানকে ফুলের শুভেচ্ছা জানান অনুষ্ঠানের প্রধার অতিথি।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ন্যাশনাল ইয়ুথ ফোরামের পঞ্চগর জেলা সভাপতি আল আমিন,দিনাজপুর জেলা সাধারন সম্পাদক জিলহজ্ব ইসলাম, রংপুর জেলার সম্পাদক আল ফাহাদ ইসলামসহ বিভাগের সকল জেলার সভাপতি সম্পাদকবৃন্দ।
© All rights reserved © 2023
Leave a Reply