মোঃ সাইফুল ইসলাম ইসলাম মৌলভীবাজার জেলা প্রতিনিধির
মৌলভীবাজারের কমলগঞ্জে কারিমা বেগম (৩৮) নামে এক নারীকে ছুরি কাঘাতে হত্যার ৯ ঘণ্টার মধ্যে ঘাতক দেবর মঞ্জুর মিয়াকে (৫০) গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার দিবাগত রাতে কমলগঞ্জ উপজেলার জাঙ্গালিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গতকাল (১৬ জানুয়ারি) বিকেলে মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নের পাত্রখোলা চা বাগান বাজারে ভিকটিম কারিমা বেগমকে তার দেবর মঞ্জুর মিয়া ছুরিকাগাত করে পালিয়ে গেলে স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় কারিমা বেগমকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এঘটনায় ভিকটিমের ভাই আব্দুস সাত্তার বাদী হয়ে কমলগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ সৈয়দ ইফতেখার হোসেন জানান, ‘গোপন সোর্স এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় গতকাল রাতে কমলগঞ্জ থানা এলাকায় অভিযান পরিচালনা করে হত্যাকাণ্ডে জড়িত ভিকটিমের দেবর মঞ্জুর মিয়াকে কমলগঞ্জ থানা পুলিশ গ্রেফতার করে। আজ তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে সোপর্দ করা হবে।’
© All rights reserved © 2023
Leave a Reply