আব্দুল লতিফ সরকার,লালমনিরহাট প্রতিনিধিঃ
লালমনিরহাটের কালীগঞ্জে পেট্রোল পাম্প থেকে হাবিব পরিবহন নামে একটি যাত্রীবাহী বাস চুরির ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার (১৪ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে জেলার তুষভান্ডার রওশন ফিলিং স্টেশন থেকে বাসটি চুরি করা হয়।
বুধবার (১৫ জানুয়ারি) কালীগঞ্জ থানার ওসি সেলিম মালিক বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, বুড়িমারী থেকে ঢাকা রুটে চলাচল করত হাবিব পরিবহনের বাসটি। বাসটির সমস্যা থাকায় কয়েক দিন ধরে তুষভান্ডার রওশন ফিলিং স্টেশনে (তেলের পাম্প) রাখা হয়। মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে একটি কালো মাইক্রোবাস যোগে কয়েকজন যুবক এসে বাসটি ধাক্কা দিয়ে স্টার্ট দিয়ে নিয়ে চলে যায়। পরে পুলিশকে খবর দেওয়া হয়।
হাবিব পরিবহনের মালিক রায়হান বলেন, পেট্রল পাম্প থেকে কারা বাসটি নিয়ে গেল কিছুই বুঝতে পারছি না। কিছুদিন আগে কুড়িগ্রামের ফজলু মিয়ার কাছ থেকে বাসটি কিনে নিয়ে কয়েকজন বন্ধু মিলে বাসের ব্যবসা চালু করেছিলাম।
কালীগঞ্জ থানার ওসি সেলিম মালিক বলেন, সম্ভবত পাওনা টাকাকে কেন্দ্র করে কুড়িগ্রামের মালিক বাসটি নিয়ে গেছেন। স্থানীয়দের কাছে এমন তথ্য পাওয়া গেছে। তবে কাউকে না বলে এভাবে বাস নিয়ে গিয়ে ঠিক করেননি। অভিযোগ পেলে অবশ্যই আইনি ব্যবস্থা নেওয়া হবে।
© All rights reserved © 2023
Leave a Reply