
মোঃ শাহনেওয়াজ,কালীগঞ্জ( গাজীপুর)
গত ৭ ডিসেম্বর বারিধারা আবাসিক এলাকার ১১ নং রোডে উদ্বোধন হয়ে গেলো ফ্যাশন ব্র্যান্ড ভেলোরা’র ।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিডিয়া ব্যাক্তিত্ব,গ্লোবালবিজ ইভেন্টের এর সি,ই,ও আরিফ আমান ভুইয়া,মডেল,অভিনেত্রী,ইনফ্লুয়েঞ্চার তাবাসুম আয়শা,ইউবি ইন্টারন্যাশনাল ম্যানেজিং ডিরেক্টর
ও জেসিআই বাংলাদেশ এর সেক্রেটারী এমডি নাহিদুল ইসলাম (ম্যাভরিকস)সাদ ষ্টীল কোম্পানীর মালিক,জেসিআই এর বোর্ড ডিরেক্টর আব্দুল ওয়াদুত সোহাগ,রান বিডি ইন্টারন্যাশনাল ও জেসিআই এর মেম্বার মাহবুব আলম (ম্যাভরিকস) লেফটেনেন্ট কর্নেল সাজিদ ইমরান,ইউসিবি ব্যাংকের কর্মকর্তা লুনা রহমান,আজিজুর রহমান মিঠুসহ অন্যান্য অতিথি বৃন্দ।
ফ্যাশন ডিজাইনার আশা আক্তার আন্না বলেন,ছোট বেলা থেকেই ইচ্ছা ছিল ফ্যাশন নিয়ে কাজ করার এবং অনেক দিনের স্বপ্ন ছিলো একটা ব্র্যান্ড ক্রিয়েট করার।আমার শুরুটা অন-লাইন দিয়ে হলেও কাষ্টমারের চাহিদা এবং সুবিধার জন্য ওয়ারহাউস দিয়েছি (সরাসরি দেখে কেনা কাটার জন্য)।মহিলাদের ট্রেডিশনাল, ফিউশন ও ওয়েষ্টার্ন কালেকশনের সব রকম পোশাকই রয়েছে আমাদের শো রুমে। ভবিষতে পিওর সুতি,তাতঁ রেশমি,জামদানিসহ সব রকমের ডিজাইন এবং পোষাক নিয়ে ব্যাপক কাজ করার ইচ্ছা আছে।আগামী ঈদ থেকে পাওয়া যাবে পুরুষদের জন্য নানান রকমের ডিজাইনের পাজ্ঞাবি। আমরা আরামদায়ক এবং পরিধান যোগ্য ইউনিক ডিজাইনের উপর গুরুত্ব দিয়ে থাকি বেশি।সে তার এই যাত্রায় সফলকাম হতে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।।
© All rights reserved © 2023
Leave a Reply