
হুমায়ুন রশিদ জুয়েল স্টাফ রিপোর্টার
সুস্থ দেহ সুস্থ মন
সুস্থভাবে বেঁচে থাকার জন্য প্রয়োজন
সার্বক্ষণিক ডিউটি ডাক্তার ও নিবিড় পর্যবেক্ষণ
শনিবার (৬ ডিসেম্বর ২০২৫) সময় বিকাল ৩ টায় তাড়াইল খান ব্রাদার্স কমার্শিয়াল ( ২য় তলা)হাসপাতাল রোড, তাড়াইল নিউ লাইফ হাসপাতাল লি: সরেজমিনে গিয়ে জানা যায়, কিশোরগঞ্জের তাড়াইলে অত্যাধুনিক অপারেশন থিয়েটার ও পোস্ট অপরোটিভ, সকল বিভাগের অভিজ্ঞ ও বিশেষজ্ঞ ডাক্তার বৃন্দের চেম্বার ও স্বল্প ভিজিটে সকাল- বিকাল চিকিৎসা পরামর্শ প্রদান করা হচ্ছে ।
গর্ভবতী মহিলাদের জন্য নরমাল ডেলিভারির স্পেশাল সুব্যবস্থা সহ হৃদরোগ, কিডনি সমস্যা, মূত্রনালী, যৌন রোগ, ডায়াবেটিস, হাঁপানি, বাত ব্যথা, নাক কান গলা, চর্মরোগ ও গেস্ট্রোএন্টারলজি এ্যাজমা ইত্যাদি রোগেরসেবা প্রধানের জন্য, ডিপ্লোমা ও অভিজ্ঞ নার্স এবং বিশেষজ্ঞ ডাক্তার ও সার্জন রয়েছেন, পাশাপাশি পরীক্ষা নিরীক্ষার জন্য অত্যাধুনিক মেশিনে ডায়গনিস্টক সেন্টারে সকল প্রকার রক্ত পরীক্ষা, আল্ট্রাসনোগ্রাম, ১২ চ্যানেল ইসিজি, ডিজিটাল এক্সরে, প্রস্রাবের গতিবেগে, (ইউরোফ্লোমেট্রি)এ ছাড়াও হরমোন সহ অন্যান্য পরীক্ষা নিরীক্ষা হজ্ব ও বিদেশীগামী যাত্রীদের মেডিকেল চেকআপ ও গর্ভবতী মায়েদের নিয়মিত চেকআপ প্রদান করা হচ্ছে।
এছাড়াও দেখা গেছে,উক্ত হাসপাতালে দূর দুরন্ত থেকে প্রতিনিয়তই রোগীরা সেবানিতে ভর্তি হচ্ছেন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরছেন এমনটাই জানিয়েছেন সেবা গ্রহণকারীরা।
© All rights reserved © 2023
Leave a Reply