
লিয়াকত হোসেন জনী ,মধুপুর ,টাঙ্গাইল।
টাঙ্গাইল উত্তরের বিভিন্ন টেলিভিশনে কর্মরত সাংবাদিকদের নিয়ে “টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি নর্থ টাঙ্গাইল ” এর দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
১৬ নভেম্বর, রবিবার, রাত ৮টায় ঘাটাইল মোহনা টিভির প্রতিনিধির স্থানীয় কার্যালয়ে দ্বি-বার্ষিক সন্মেলন অনুষ্ঠিত হয়। আনন্দ টিভির আবু শোয়েব এর সভাপতিত্বে সভার কার্যক্রম শুরু হয়। আলোচনা সভা শেষে দ্বি-বার্ষিক সম্মেলনে এশিয়ান টেলিভিশনের মধুপুর প্রতিনিধি হাবিবুর রহমান সভাপতি, মোহনা টিভির উত্তর টাংগাইল প্রতিনিধি গোলাম মোস্তফা সাধারণ সম্পাদক ও আনন্দ টিভির উত্তর টাংগাইল প্রতিনিধি আবু শোয়েব সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন। দ্বি-বার্ষিক সন্মেলনে অন্যান্য পদসহ ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
এসটি বাংলা টিভির উন্নয়ন সাংবাদিকতার একনিষ্ঠ প্রতিনিধি মোহাম্মদ লিয়াকত হোসেন জনীকে সহ সভাপতি নির্বাচিত করা হয়।
এছাড়াও অন্যান্য পদে আসিন হলেন , সহ- সভাপতি আলকামা শিকদার ( চ্যানেল এস), মামুন সরকার (এটিএন এমসি এল), লিয়াকত হোসেন জনী (এসটি বাংলা টিভি ), যুগ্ম- সম্পাদক মুহাইমিনুল ইসলাম হৃদয় , হাফিজুর রহমান (এনটিভি), জাহিদুল ইসলাম (গ্লোবাল টেলিভিশন) অর্থ-সম্পাদক রায়হান মিয়া (মাইটিভি), তথ্য, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আতিক রাসেল, দপ্তর সম্পাদক সৈয়দ মিঠুন (আরটিভি ক্যামেরা পার্সন) ক্রীড়া সম্পাদক,সোহানুর রহমান সোহান (চ্যানেল এস), শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক, মোহাম্মদ নাজিবুল বাশার( প্রতিদিনের বাংলাদেশ ডিজিটাল) , ধর্ম বিষয়ক সম্পাদক মেহেদী হাসান বকুল ( যায়যায়দিন ডিজিটাল), মহিলা বিষয়ক সম্পাদক জুলিয়া পারভেজ (এশিয়ান টেলিভিশন) , প্রচার ও প্রকাশনা সম্পাদক, বিপ্লব হোসেন, সমাজকল্যাণ সম্পাদক মারুফ হোসেন, কার্যকরী সদস্য কামাল হোসেন ( আরটিভি), রশিদ আব্বাসী (এশিয়ান টেলিভিশন) আ: লতিফ তালুকদার( বাংলাদেশের খবর ডিজিটাল) ,আখি আক্তার স্নিগ্ধা ( নতুন সময় ডিজিটাল) , ফরমান শেখ(কালের কন্ঠ ডিজিটাল) রাজিবুল ইসলাম রিয়াজ( কাজীটিভি), ইয়ামিন হাসান (নিউজ টুয়েন্টি ওয়ান), শফিকুল ইসলাম, মীর আলেয়া পারভীন।
নবগঠিত পরিচালনা পরিষদের সদস্য বৃন্দ গণমাধ্যমকর্মীদের স্বার্থ রক্ষা , সঠিক ও সত্য সংবাদ প্রচারের অভিব্যক্তি প্রকাশ করেন।
© All rights reserved © 2023
Leave a Reply