
হাকিমপুর উপজেলা প্রতিনিধি মোঃওয়াজ কুরনী
আওয়ামী লীগের লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে নৈরাজ্য ঠেকাতে দিনাজপুরের হিলি স্থলবন্দর এলাকায় পুলিশের টহল জোরদারের পাশাপাশি যানবাহন ও সন্দেহভাজন ব্যক্তিকে তল্লাশি করছে পুলিশ। স্বাভাবিক রয়েছে আমদানি-রপ্তানি কার্যক্রম,চলছে পণ্য পরিবহন।
আজ বৃহস্পতিবার সকাল থেকে বন্দর এলাকার গুরুত্বপূর্ণ মোড় গুলোতে চেকপোস্ট বসিয়ে তল্লাশি করে হাকিমপুর থানা পুলিশের সদস্যরা।
হাকিমপুর থানার উপ-পরিদর্শক মোস্তাফিজুর রহমান বলেন, আওয়ামী লীগের কর্মসূচিকে কেন্দ্র করে হিলি স্থলবন্দর এলাকায় যাতে কেউ অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে সেজন্য পুলিশের টহল জোরদার করা হয়েছে পাশাপাশি গুরুত্বপূর্ণ মোড়ে চেকপোস্ট বসিয়ে বিভিন্ন যানবাহন ও সন্দেহভাজন ব্যক্তিকে তল্লাশি করা হচ্ছে। হাকিমপুর থানা পুলিশ সর্বোচ্চ সর্তক রয়েছে। আমদানি-রপ্তানি বাণিজ্যও স্বাভাবিক রয়েছে।
© All rights reserved © 2023
Leave a Reply