
পোরশা(নওগাঁ)প্রতিনিধি: নওগাঁর পোরশায় পূনর্ভবা নদীর তীরে পর্যটকদের বসার সুবিধার্থে বেঞ্চ নির্মাণ প্রকল্প উদ্বোধন করলেন রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ এনডিসি। বুধবার দুপুরে তিনি নিতপুর বিজিবি ক্যাম্প সংলগ্ন পূনর্ভবা নদীর তীরে ওই প্রকল্প উদ্বোধন করেন। এসময় নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল, ইউএনও রাকিবুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মোছাঃ নাবিলা ফেরদৌস, প্রাণি সম্পাদ কর্মকর্তা ডাঃ মোঃ জাহাঙ্গীর আলম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জনাব সাজ্জাদ হোসেন ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহমুদুল হক (টিটু) উপস্থিত ছিলেন। এর আগে বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ এনডিসি জেলা পরিষদ ডাক বাংলোয় সালাম গ্রহন করেন এবং পরে ইউএনও’র কার্যালয়ে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের নিয়ে মতবিনিময় করেন। তিনি পোরশা আল আরাবিয়া দারুল হেদায়া মাদ্রাসা পরিদর্শন করেন এবং মসজিদে নামাজ আদায় করেন।#
© All rights reserved © 2023
Leave a Reply