1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
তাড়াইলে আওয়ামী সরকারের ‘অবৈধ লকডাউন’-এর প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ - Stbanglatv.com
রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৬:৩৫ অপরাহ্ন

তাড়াইলে আওয়ামী সরকারের ‘অবৈধ লকডাউন’-এর প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫
  • ২৮ Time View

 

হুমায়ুন রশিদ জুয়েল স্টাফ রিপোর্টার

আওয়ামী ফ্যাসিস্ট সরকারের ‘অবৈধ লকডাউন’-এর প্রতিবাদে কিশোরগঞ্জের তাড়াইলে উপজেলা বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বেলা ১১টার দিকে তাড়াইল উপজেলা সদরস্থ খান ব্রাদার্স কমার্শিয়াল কমপ্লেক্সের সামনে থেকে মিছিলটি শুরু হয়। মিছিলটি উপজেলা সদর ও আশপাশের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে একই স্থানে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, তাড়াইল উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ শরিফুল মাহমুদ শোয়েব। এ সময় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ হাকিম রানা ও রকিবুর রহমান রুজন।

এছাড়া সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ শওকত হোসেন বিপ্লব, সদস্য সচিব জিয়াউর রহমান জিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জাহাঙ্গীর হাসান ভূঁইয়া রাকিব, উপজেলা শ্রমিক দলের সভাপতি মোঃ কাইয়ূম ভূঁইয়া, উপজেলা মহিলা দলের আহ্বায়ক মোছা: দিলোয়ারা খানম, উপজেলা মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের সভাপতি আলহাজ্ব মোঃ সগির মিয়া, সদস্য সচিব সাইদুর রহমান বাবু, দিগদাইড় ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ভূঁইয়া, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আকরাম হোসেন পারভেজ, রবিউল হক আউয়াল, তানভীর ইলাম (সদস্য) ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রবিউল আউয়ালসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বিক্ষোভ মিছিলে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, শ্রমিক দল ও ছাত্রদলের শত শত নেতাকর্মী অংশগ্রহণ করেন।

নেতৃবৃন্দ বলেন, “আওয়ামী সরকার জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়ে দেশে একদলীয় শাসন কায়েম করেছিল। এই অবৈধ ফ্যাসিস্ট দলের লকডাউন জনগণের কণ্ঠরোধের একটি চক্রান্ত।” তারা অবিলম্বে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষে আওয়ামীলীগকে প্রতিহত করার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি