
আজিমুল ইসলাম,বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি:
আগামী ২৪ ও ২৫ ডিসেম্বর দুই দিনব্যাপী বার্ষিক মাহফিলকে কেন্দ্র করে নতুন সাজে সজ্জিত করা হয়েছে ঐতিহ্যবাহী জামিয়া ইসলামিয়া লুৎফাবাদ মাদ্রাসা ও এতিমখানা, পাটাকইন, আশুগঞ্জ বাজার, বিশ্বনাথ, সিলেট। পুরো ক্যাম্পাসে এখন উৎসবমুখর পরিবেশ, সৌন্দর্যবর্ধনের কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।
১৯৭৭ সালে খলিফায়ে আল্লামা হোসাইন আহমদ মাদানী (রহ.)—এর যোগ্য খলিফা ও বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা মুফতি লুৎফুর রহমান বর্ণভী (রহ.)-এর হাতে প্রতিষ্ঠিত এ দ্বীনি শিক্ষালয় প্রতিষ্ঠার পর থেকেই ইলমে ওহীর নিরন্তর ঝর্ণাধারার মতো অগণিত ছাত্রের মাঝে ইসলামী জ্ঞানের আলো ছড়িয়ে আসছে।
বর্তমানে প্রতিষ্ঠানের মহৎ দায়িত্বে রয়েছেন খলিফায়ে আল্লামা শাহ আহমদ শফী (রহ.)–এর যোগ্য উত্তরসূরি মুফতি লুৎফুর রহমান সাহেব (হাফিঃ)। তাঁর দূরদর্শী নেতৃত্ব ও অক্লান্ত প্রচেষ্টায় জামিয়াটি দিন দিন অগ্রগতির শিখরে পৌঁছে যাচ্ছে।
শিক্ষা ব্যবস্থার মানোন্নয়নে প্রতিষ্ঠানটির শিক্ষা সচিব মুফতি জামাল উদ্দীন (হাফিঃ)–এর তত্ত্বাবধানে ১৯ জন অভিজ্ঞ শিক্ষক নিবেদিতভাবে শিক্ষার্থীদের পাঠদান করে যাচ্ছেন। বর্তমানে প্রায় চার শতাধিক শিক্ষার্থী এখানে হিফজ, কিতাব ও জামাতে মিশকাত/ফজিলত ২য় বর্ষ পর্যন্ত অধ্যয়নরত।
বাংলাদেশের বিভিন্ন কওমী শিক্ষা বোর্ডের অধীনে নিয়মিত পরীক্ষায় অংশ নিয়ে জামিয়ার ছাত্ররা প্রতি বছরই বৃত্তি ও মেধা তালিকায় শীর্ষ স্থান অর্জন করছে, যা প্রতিষ্ঠানের মান ও সাফল্যের স্পষ্ট বহিঃপ্রকাশ।
প্রায় দুই শতাধিক শিক্ষার্থী বোর্ডিংয়ে অবস্থান করে তিন বেলা আহার গ্রহণ করে থাকে, যার ব্যয় নির্বাহ হয় দ্বীনপ্রেমী দানশীল ভাই-বোনদের উদার অনুদানের মাধ্যমে। বর্তমানে ১৯ জন শিক্ষক ও ৩ জন খাদিমের মাসিক বেতন ব্যয় প্রায় ২ লক্ষাধিক টাকা। বোর্ডিংয়ের খাদ্য ও অন্যান্য ব্যবস্থাপনায় অতিরিক্ত ২ লক্ষাধিক টাকার প্রয়োজন হয়। অর্থাৎ, প্রতিষ্ঠানের নিয়মিত মাসিক ব্যয় গড়ে প্রায় ৪ লক্ষ টাকা।
এই বিশাল ব্যয়ভার বহনে দেশ-বিদেশের সকল দ্বীনদরদী মুসলমানের অব্যাহত সহযোগিতা কামনা করেছেন মাদ্রাসার পরিচালক মুফতি লুৎফুর রহমান সাহেব (হাফিঃ)। তিনি বলেন –
এই প্রতিষ্ঠান আল্লাহর ইলম প্রচারের এক নিবিড় কেন্দ্র। আপনাদের দোয়া ও দানেই এই দ্বীনি বাগিচা টিকে আছে, আগামীতেও আপনাদের সহযোগিতাই হবে আমাদের শক্তির উৎস।
প্রতিষ্ঠানটির ভবিষ্যৎ পরিকল্পনার মধ্যে রয়েছে দারুল হাদীস (মাস্টার্স) পর্যন্ত মহিলা শাখা চালু করা এবং জামিয়াটিকে একটি আন্তর্জাতিক মানের ইসলামী শিক্ষার প্রাণকেন্দ্রে পরিণত করা।
দীর্ঘ ৪৮ বছরের অম্লান ঐতিহ্য, দারসী পরিবেশের শৃঙ্খলা ও শিক্ষক-শিক্ষার্থীদের পরিশ্রমে জামিয়া ইসলামিয়া লুৎফাবাদ মাদ্রাসা ও এতিমখানা আজও ইসলামী শিক্ষার আলোকবর্তিকা হয়ে জ্বলজ্বল করছে বিশ্বনাথের আকাশে।
© All rights reserved © 2023
Leave a Reply