
বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি- (১৯ শে ডিসেম্বর) বৃহস্পতিবার দিনাজপুরের বিরামপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে দুপুর ১ টায় জনাব মোঃ রফিকুল ইসলাম জেলা প্রশাসক দিনাজপুর মহোদয়ের আগমন উপলক্ষে বিরামপুর উপজেলা উন্নয়ন ও আইনশৃঙ্খলা বিষয়ে কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার নুজহাত তাসনীম আওনের সভাপতিত্বে মহিলা বিষয়ক কর্মকর্তা মোশারতজাহানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মূল্যবান বক্তব্য রাখেন দিনাজপুর জেলার নবাগত জেলা প্রশাসক জনাব মোঃ রফিকুল ইসলাম। এ সময় অন্যান্য ওদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভুমি) নাজিয়া নওরীন, উপজেলা শিক্ষা অফিসার শমসের আলী মন্ডল, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এনামুল হক চৌধুরী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা বিপুল কুমার চক্রবর্তী, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ অমল কৃষ্ণ রায়, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আতাউর রহমান, উপজেলা থানা প্রকৌশলী আতাউর রহমান, উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল হানিফ, উপজেলা সমবায় কর্মকর্তা রাকিবুল হাসান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রুনা লায়লা প্রমুখ। এছাড়াও অত্র উপজেলার সকল কর্মকর্তা বৃন্দ।
© All rights reserved © 2023
Leave a Reply