
স্টাফ রিপোর্টারঃ
হেফাজতে ইসলাম বাংলাদেশ সাপাহার উপজেলা শাখার কমিটি গঠনের পর অদ্য বুধবার প্রথম গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় বক্তারা বলেন—উক্ত সংগঠনকে আরও সুসংগঠিত করা, ওলামায়ে কেরামের পারস্পরিক ঐক্য বৃদ্ধি করা এবং সাপাহার উপজেলায় দ্বীনি কাজগুলো সম্মিলিতভাবে পরিচালনা করাই আজকের মিটিংয়ের প্রধান উদ্দেশ্য।
এছাড়া আগামী রমজানের পর হেফাজতে ইসলাম বাংলাদেশ সাপাহার উপজেলা শাখার উদ্যোগে “বিরাট শানে রিসালাত মহাসম্মেলন” আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় উপস্থিত সকল ওলামায়ে কেরাম সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্তকে সমর্থন জানান।
সভায় উপস্থিত ছিলেন—সংগঠনের প্রধান উপদেষ্টা হযরত মাওলানা মুফতি মোজাম্মেল হক (দাঃবাঃ),
সিনিয়র উপদেষ্টা মুফতি আবু বক্কর সিদ্দিক (দাঃবাঃ),
সভাপতি হযরত হাফেজ মাওলানা ইউসুফ আবদুল্লাহ হাবিবি,
সাধারণ সম্পাদক মুফতি জহির রায়হান,
সাংগঠনিক সম্পাদক মাওলানা আল আমিন,
দপ্তর সম্পাদক মাওলানা কামরুল ইসলাম,
সহসভাপতি মাওলানা মোকসুদুল হক।
এছাড়াও সেখানে উপস্থিত ছিলেন
মুফতি এনামুল হক, মাওলানা আসাদ, মাওলানা রেজওয়ান, মাওলানা কাউসার, মাওলানা হাফিজুর, মাওলানা মোফাজ্জল হোসেন, হাফেজ আশরাফুল ইসলাম, হাফেজ মিনারুল ইসলাম, হাফেজ শাহজালাল, হাফেজ মাসুদুর রহমান, মাওলানা আজিম উদ্দিন প্রমূখ।
সভা শেষে সভাপতি মহোদয় দেশ, জাতি ও সাপাহার উপজেলার সর্বসাধারণ মানুষের কল্যাণ কামনা করে দোয়া পরিচালনার মাধ্যমে মিটিংয়ের কার্যক্রম সমাপ্ত ঘোষণা করেন।
© All rights reserved © 2023
Leave a Reply