
বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি-মোঃসানি
বাকেরগঞ্জ থানার নলুয়া ইউনিয়নের অন্তর্ভুক্ত মৌকরন মৌজায় জয়দেব দাসের পৈত্রিক সম্পত্তির প্রায় ৫ একর জমিতে সীমানা পিলার স্থাপন করে জমি দখলের অভিযোগ পাওয়া গেছে।
সরেজমিনে তদন্ত করে দেখা যায়, উপজেলার নলুয়া ইউনিয়নের নবায়নখালী খেয়াঘাট সংলগ্ন চরে মৌকরন মৌজায় জয়দেব দাসের পৈতৃক ১০ একর জায়গা তার নিজের দখলেই রয়েছে। এ বছর তিনি ওই জমি তরমুজ চাষের জন্য বরগা দিয়েছেন।
গত ৭ ডিসেম্বর রাতের আঁধারে এলাকার ভূমিদস্যু মিজান মোল্লা, অবসরপ্রাপ্ত আজিজ পুলিশ, কামাল মোল্লা, চান মিয়া হাওলাদারসহ ১০-১২ জন সংখ্যালঘু জয়দেব দাসের জমিতে সীমানা পিলার স্থাপন করে তার ৫ একর জমি দখলের চেষ্টা করে। স্থানীয়রা জানান, আওয়ামীলীগ নেতা টোকন মেম্বার, জামাল চৌধুরী, সাবেক মেম্বার ওবায়দুল নেগাবান ও জাকির মোল্লার সহযোগিতায় ভূমিদস্যুরা উপজেলা ভূমি অফিসের দোহাই দিয়ে উক্ত জমিতে সীমানা পিলার স্থাপন করে জমি দখল চেষ্টা করে।
অবশ্য উপজেলা সহকারি ভূমি তন্ময় হালদার সাংবাদিকদের জানান, ভূমি অফিস থেকে নলুয়ায় জমি মেপে সীমানা পিলার স্থাপন করতে কেউ যায়নি। একজন চাইলে অন্য জনের জমিতে আদালতের নির্দেশ ব্যতিরেকে সীমানা পিলার স্থাপন করতে পারে না।
জমির মালিক জয়দেব দাস বলেন, তিনি চিকিৎসার প্রয়োজনে বর্তমানে ভারতে অবস্থান করছেন। দেশে না থাকায় তার অনুপস্থিতি সুযোগে ভূমিদস্যুরা তার দীর্ঘদিন যাবত দখলে থাকা জমিতে সীমানা পিলার স্থাপন করে জমি জবরদখলের চেষ্টা করছে। এমনকি ওই ভূমিদস্যুরা তার বাগানের বেশকিছু গাছপালা কেটে নেয়। আমি আমার জমিতে সীমানা পিলার স্থাপন করে প্রতিবাদ করছি এবং প্রশাসনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এহেন অপকর্মের হোতাদের জমি দখল ভূমিদস্যু দের বিচার দাবি করছি। এব্যাপারে জয়দেবের বোন থানায় বাদী হয়ে মামলা করবেন বলে জানিয়েছেন।
© All rights reserved © 2023
Leave a Reply