
মোঃ শাহনেওয়াজ,কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধিঃ
গাজীপুরের কালীগঞ্জ উপজেলার নাগরী ইউনিয়নে দুই পা বিছিন্ন করে মনির মোল্লা (৫২) নামে এক কৃষককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার রাতে পূর্বাচল ২৪ নম্বর সেক্টরের ফতেপুর গ্রামের বিড়ালবাড়ি মাঠে এ হত্যাকান্ড ঘটে। নিহত মনির পারার্বতা টেকপাড়া গ্রামের মৃত হাশেম মোল্লার পুত্র।
উলুখোলা পুলিশস ফাঁড়ির ইনচার্জ এসআই মোঃ জামাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শনিবার রাতে স্থানীয় কয়েকজন বিড়ালবাড়ি মাঠের নির্জন স্থানে মরদেহটি দেখতে পেয়ে ফাঁড়িতে খবর দেন। আমরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার এবং সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে লাশ থানায় নিয়ে যাই। মরদেহ উদ্ধারের সময় দেখা যায়, নিহত ব্যক্তির শরীরে ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহৃ রয়েছে। তার দুই পা শরীর থেকে সম্পূর্ণ বিছিন্ন ছিল।
কালীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. আশরাফুল ইসলাম বলেন, রোববার দুপুরে লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে এটি একটি পরিকল্পিত হত্যাকান্ড। এ ঘটনায় নিহতের স্ত্রী জোসনা বেগম বাদী হয়ে রোববার কালীগঞ্জ থানায় একটি হত্যা মামলা (নং-৭) দায়ের করেছেন। হত্যাকান্ডের কারণ ও জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে।
© All rights reserved © 2023
Leave a Reply