1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
লালমোহন উপজেলা ও পৌরসভার আয়োজনে ওসি  সিরাজুল ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত - Stbanglatv.com
রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ১০:৫৬ পূর্বাহ্ন

লালমোহন উপজেলা ও পৌরসভার আয়োজনে ওসি  সিরাজুল ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫
  • ২২ Time View

 

এম এ হাসান, ভোলা জেলা প্রতিনিধি:

ভোলা জেলার লালমোহন থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সিরাজুল ইসলামের বদলি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বুধবার লালমোহন উপজেলা প্রশাসন ও পৌরসভার যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সংবর্ধনা আয়োজন করা হয়।

 

অনুষ্ঠানে বক্তারা বলেন, দায়িত্ব পালনকালে ওসি সিরাজুল ইসলাম সততা, দক্ষতা ও পেশাদারিত্বের মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। বিশেষ করে মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধ নিয়ন্ত্রণে তাঁর ভূমিকা এলাকাবাসীর কাছে প্রশংসিত হয়েছে।ইতি মধ্যে তিনি জেলার শ্রেষ্ঠ অফিসার হিসেবে ৬ বার পুরস্কার প্রাপ্ত হয়েছেন।

 

বক্তারা আরও বলেন, জনবান্ধব পুলিশিং ব্যবস্থার মাধ্যমে তিনি জনগণের আস্থা অর্জন করেছেন। লালমোহনের মানুষের মনে তাঁর কর্মদক্ষতা ও মানবিক আচরণ স্মরণীয় হয়ে থাকবে।

 

পরে তাকে উপজেলা প্রশাসন ও পৌরসভার পক্ষ থেকে সম্মাননা স্মারক এবং ফুলেল শুভেচ্ছা জানানো হয়। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং পৌর প্রশাসক শাহ আজিজ , পৌরসভার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি