
মোহাম্মদ করিম লামা- আলীকদম প্রতনিধি
বান্দরবানের লামা উপজেলার একজন সফল বেগুন চাষির নাম এখন এলাকার মানুষের মুখে মুখে। তিনি হচ্ছেন আবদুল মজিদ। পরিশ্রম, অধ্যবসায় ও সঠিক কারিগরি ব্যবস্থাপনার মাধ্যমে তিনি বেগুন চাষে তৈরি করেছেন এক অনন্য দৃষ্টান্ত।
নানা প্রতিকূলতা পেরিয়ে আধুনিক পদ্ধতিতে বেগুন চাষ শুরু করেন মজিদ। মাঠে নিয়মিত পরিচর্যা, জৈব সার ব্যবহার, সেচ ব্যবস্থার উন্নয়ন এবং রোগ বালাই দমনে কৃষি কর্মকর্তাদের পরামর্শ মেনে চলায় তার জমিতে এখন উৎপাদন হচ্ছে উচ্চমানের বেগুন।
প্রতিদিনই স্থানীয় বাজারে সরবরাহ করা হচ্ছে তাজা বেগুন, যা ভালো দামও পাচ্ছে। এতে পরিবারের আর্থিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হয়েছে তার। পাশাপাশি এলাকার অন্যান্য কৃষকরাও এখন উৎসাহিত হচ্ছেন বেগুন চাষে।
লামা উপজেলা কৃষি কর্মকর্তারা বলছেন, লামা অঞ্চলের মাটি ও আবহাওয়া বেগুন চাষের জন্য উপযোগী। সঠিক ব্যবস্থাপনা থাকলে উৎপাদন আরও বাড়বে।
লামার সফল বেগুন চাষি আবদুল মজিদের এমন পরিশ্রম সত্যিই প্রশংসনীয়। দেশের কৃষি উন্নয়নে এমন উদ্যোগ আরও বিস্তৃত হোকএই প্রত্যাশা আমাদের।
© All rights reserved © 2023
Leave a Reply