
মোঃ দুলাল আলী, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
আগামী ১ সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের রহনপুরে বিএনপির ওয়ার্ড পর্যায়ে কর্মীসভা অব্যাহত রয়েছে এরই অংশ হিসেবে
রোববার (২৫ আগষ্ট) সন্ধ্যায় রহনপুর পৌর এলাকার ৪নং ওয়ার্ডের প্রসাদপুর হাজী আইউব আলী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ কর্মী সভা অনুষ্ঠিত হয়। রহনপুর পৌর বিএনপি’র আহবায়ক এনায়েত করিম তোকির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সদস্য সচিব নুরুল ইসলাম সেন্টু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সদস্য সচিব ইসমাইল হোসেন। বক্তব্য রাখেন রহনপুর পৌর বিএনপি যুগ্ম আহবায়ক সাদিকুল ইসলাম।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি নেতা মিজান আলি,বিএনপি নেতা মিঠুন আলী, যুব নেতা আব্দুল্লাহ, বিএনপি নেতা বাবুল আলী, যুব নেতা মাহাবুল আলম, যুব নেতা পিয়ারুল ইসলাম সহ ৪নং ওয়ার্ড বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
© All rights reserved © 2023
Leave a Reply