
আজিমুল ইসলাম, উপজেলা প্রতিনিধি – বিশ্বনাথ (সিলেট)
বিএনপি ঘোষিত ৩১ দফা কর্মসূচির আলোকে “আগামীর বাংলাদেশ বিনির্মাণে তরুণ প্রজন্মের ভাবনা ও প্রত্যাশা” শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় বিশ্বনাথ, সিলেটের একলিমিয়া দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয়ের মাঠে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিখোঁজ বিএনপি কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলীর সহধর্মিণী ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা তাহসিনা রুশদীর লুনা।
সভায় সভাপতিত্ব করেন রামপাশা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রাজন খান।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এমসি কলেজ ছাত্রদলের সহ-সভাপতি এম. আব্দুল কাদির মিলন, রামপাশা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি জাকির আহমদ, সাধারণ সম্পাদক হেলাল আহমদ এবং উত্তর বিশ্বনাথ আমজদ উল্লাহ ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি মনোয়ার খান।
পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন ইউনিয়ন ছাত্রদল নেতা মাহবুব আলম, এবং গীতা পাঠ করেন শিউলী রাণি মালাকার।
সভায় তরুণ সমাজের বিভিন্ন প্রতিনিধি নিজেদের মতামত তুলে ধরেন।
নারী সমাজের পক্ষ থেকে বক্তব্য রাখেন ফাহিমা আক্তার, ছাত্রসমাজের পক্ষে মিরাজুল ইসলাম, সনাতন ধর্মাবলম্বীদের পক্ষ থেকে পূজাশ্রী বৈদ্য পূজা, ক্রীড়া বিষয়ে মতামত দেন নাঈম ইসলাম, চাকরি বৈষম্য দূরীকরণ বিষয়ে কথা বলেন ফাহাদ আলম, কৃষক সমাজের প্রতিনিধি হিসেবে বক্তব্য দেন সাদিকুর রহমান, এবং মাদ্রাসা পড়ুয়া তরুণদের পক্ষ থেকে বক্তব্য দেন সাইদুল ইসলাম।
প্রধান অতিথি তাহসিনা রুশদীর লুনা তরুণদের প্রশ্ন, মতামত ও প্রত্যাশার জবাবে বলেন—
“তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে। বিএনপি’র ঘোষিত ৩১ দফা শুধু একটি রাজনৈতিক রূপরেখা নয়, এটি একটি নতুন রাষ্ট্রচিন্তার ভিত্তি। এই দেশ তরুণদের হাতেই এগিয়ে যাবে।”
সভায় আরো উপস্থিত ছিলেন—
জেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মঈনুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক প্রভাষক মোনায়েম খান, যুগ্ম সাধারণ সম্পাদক শামীম আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক তারেক আহমদ, ক্রীড়া বিষয়ক সম্পাদক কাওছার আহমদ তুলাই, পৌর বিএনপির সাধারণ সম্পাদক সামছুল ইসলাম।
এছাড়াও উপস্থিত ছিলেন পৌর যুবদলের সদস্য ওয়াসিম আহমদ, নাজমুল হোসেন শিমুল; উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নুরুজ্জামান ও সদস্য সচিব আশিকুর রহমান রানা; জেলা মহিলা দলের সহ-সাংগঠনিক নাজমা বেগম; উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ফাহিম আহমদ, যুগ্ম আহবায়ক কয়েছ আহমদ সবুজসহ ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল ও উত্তর বিশ্বনাথ আমজদ উল্লাহ ডিগ্রি কলেজ ছাত্রদল নেতৃবৃন্দ।
© All rights reserved © 2023
Leave a Reply